কেমন আছেন? আমার মেইলের উত্তর কই...হুম?
একটা টেলিফিল্ম দেখতে দেখতে হঠাৎ ইচ্ছে করলো আপনাকে লিখি :=)...টেলিফিল্মটা শেষ হয়েছে...এখন একটা গান শুনছি..."Tum itna jo muskura rahi hon"
বাসায় কেউ নেই...মনের আকাশে এক রাশ ভালো লাগা ছড়িয়ে দিয়ে আপনাকে লিখছি...আবোল তাবোল :=)..
এখানে কদিন থেকে প্রায় প্রতিদিন-ই বৃষ্টি হচ্ছে...মেঘ-বৃষ্টি-রোদ...একটার পর একটা লেগেই আছে...ভালোই লাগছে...বৃষ্টির শীতল পরশে মনটা ভেজাতে পারছি...মনটা মাঝে মাঝে কি যে বিক্ষিপ্ত হয়ে যায়...একটা কিছুতে নিজেকে ব্যস্ত না রাখতে পারলে মনে হয় যেন দম বন্ধ হয়ে মারায় পরবো...কদিন হলো খুব করে সমুদ্র দেখতে পেতে ইচ্ছে করছে...আজ যাব ভেবেছিলাম কিন্তু গিয়ে পৌছালাম কথিত বাঙ্গালি মেলায়...ভালো লাগলো না মোটেও...আচ্ছা আপনাকে কি বলেছি, আম্মু দেশ থেকে আমার বোনকে ফোন করে বলেছে আমি যেন কিছু ছবি তুলে পাঠায়...নিশ্চই আন্দাজ করতে পারছেন কি জন্যে...আম্মুর সাথে এখনো কথা হয়নি...কিন্তু বোনকে বলে দিয়েছি এসবে আমার এখন বিন্দু মাত্র আগ্রহ নেই...মনকে জিজ্ঞাস করলাম সে কি চাই...সে উত্তর দিল, জানি না...আমার মনের ইচ্ছায় হোক আমার ইচ্ছা...মনকে ছড়িয়ে দিলাম ঐ সুবিশাল আকাশে...যাক সে পাখা মেলে যেদিক খুশি...
টেলিফিল্মটা দেখতে পারেন সময় থাকলে...আমার বেশ লেগেছে...ইন্দ্রানী হালদার আর সৌমিত্র চ্যাটার্জীর...নীচে লিঙ্ক দিলাম
Click This Link
ভালো থাকুন..আনন্দে থাকুন..
হাসি নিবেন...
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১১ ভোর ৬:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




