জানালা খুলে দিয়ে বৃষ্টির শব্দ শুনছি..সকাল থেকেই আকাশটা মেঘলা হয়ে ছিল..সন্ধ্যা হতেই অঝরে নেমে এলো..আমার বোন বলছিল পুরা বাংলাদেশের বৃষ্টি..মনের বীণায় বৃষ্টির এই সুরলহরী দিয়ে একটা আবেশ তৈরী করার চেষ্ঠা করছি..
কিন্তু পারছিনা..মনটা অস্থির হয়ে আছে..কিছুতেই মন দিতে পারছিনা..গান বেজে চলেছে একটানা অথচ কিছুই যেন শুনছিনা..আমার এখনকার মনের অবস্থা জানতে নীচের লাইন কখানা পড়ুন..
"..আজ মেঘলা দিনের সকালে সে আমার বন্দী কথাটাই মনের মধ্যে পাখা ঝাপ্টে মড়ছে..ভেতরের মানুষ বলছে, 'আমার চিরদিনের সেই আরেকজনটি কোথায়, যে আমার হৃদয়ের শ্রাবণমেঘকে ফতুর করে তার সকল বৃষ্টি কেড়ে নিবে!..আজ মেঘলা দিনের সকালে শুনতে পাচ্ছি, সে ভেতরের কথাটা কেবলই বন্ধ দরজার শিকল নাড়ছে..ভাবছি, 'কি করি'.."
বুঝলেন তো :=)
শ্রীকান্তের একটা গান বাজছে এখন.."এসো এসো আমার ঘরে এসো..আমার ঘরে..বাহির হয়ে এসো তুমি যে আছ অন্তরে"
বই কিনলাম বেশ কয়েকটা..রবীন্দ্রনাথ, সত্যজিৎ এর উপর লেখা এন্ড্রীয় রবিন্সনের দুইটা বই, তাহমিমা আনামের "A Golden age" আর সুনীলের প্রথম আলো..সব কয়টায় একসাথে পড়া শুরু করেছি..আজ এটা একটু পড়িতো কাল ওটার থেকে একটু..সময়ই পাই না বই পড়ার..একটা e-book রিডার কিনলাম আমাজন থেকে..কাল-ই ডেলিভারী দিয়ে গেল..ভবিষ্যতে হয়তো বই এইসবেই পড়তে হবে..
একটা ক্যমকর্ডারও কিনলাম সম্প্রতি..এত্তো এত্তো মুভি দেখে আইডিয়াতে মাথা ভর্তি হয়ে যাচ্ছিল..তার কিছু বের করে দেওয়ার জন্যই কিনা :=)..লাষ্ট উইকেন্ডে একটা আর্টফেয়ার হয়ে গেল এখানে..বাংলাদেশের বেশ নামিগুণী পেইন্টারদের ছবিও এসেছিল..সেইখানেই প্রথমবার শুট করলাম..অবশ্য আমি ভিডিও করার চাইতে ওটা দিয়ে ছবিই উঠিয়েছি বেশি..তার কিছু নমুনা দেখতে চাইলে নীচের লিঙ্কটায় চোখ বুলিয়ে দেখতে পারেন
Click This Link
অর্ণবের একটা কন্সার্টও হয়ে গেল কিছুদিন আগে..গিয়েছিলাম..নেক্সট উইকেন্ডে রাহাত ফাতেহ আলী খান আসছে..যাবো ভাবছি..
..
আপনার কথা মাঝে মাঝে খুব মনে পরে
ভাবনাগুলো যদি শিশির হতো
তাইলে এত্তোদিনে আপনাকে যতো বার মনে করেছি,
সব ভাবনা কল্পনার আকাশে ছড়িয়ে ছোটোখাটো একটা বৃষ্টি নামানো যেতো :=)
আজ এইখানেই রাখছি। ভালো থাকবেন। আপনাকে বড় চিঠি আর লেখা হলো না :=)
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১১ সকাল ৭:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




