শুরুতেই বলে রাখছি, কালিদাস বাবু কথাটা বড্ড ভুল বলেছেন। বিজলী প্রিয়া কখনো মেঘদূতের প্রেয়সী হতে পারেনা। বাহবা, বুকে যা কাঁপন ধরিয়ে দিয়েছিল
অবশ্যি, দোষটা শুধু বিজলী প্রিয়ার নয়। বিজলী প্রিয়ার পিছু পিছু যিনি এলেন জী হ্যাঁ বজ্র দেবতার কথা বলছি। উনার নিনাদের ছোটে আমার ক্যামেরা আরেকটু হলেই গিয়েছিল। পিছিয়ে যেয়ে হঠাৎ খেয়াল গেল, আরে! মেঘদূতের কি বজ্রকে ভয় পেলে চলে! আবার এগুলাম অবশ্য ততক্ষণে বজ্রদেবতা ফিরে গেছেন।
হয়তো বলবেন, বজ্রকে কিসের ভয়? ঠিক। কিসের ভয়। আমি নিজে সেটা বুঝলেও আমার অবচেতন মন সেটা মানতে চাইনা। হয়তো বা ছেলেবেলাকার একটি অভিজ্ঞতা এখনো মনে দাগ কেটে থেকে থাকবে। যায় হোক উপভোগ করুন আমার জানালায় বৃষ্টির রুপ। সাউন্ডটা একটু বাড়িয়ে দিলে শোনতে পাবেন সুমনের গান বাজছে, "তুমি সন্ধ্যার মেঘমালা"
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১১ সকাল ৭:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




