: ওহ্ বৃষ্টি! একি আনন্দ আজ আকাশে বাতাসে
: আমার মনেও আজ খুশির আমেজ :=)
: বলো কি! মম চিত্তে নিতি নৃত্যে বৃষ্টি নাচে রিমঝিম ঝিমঝিম। হাহাহা
: কেমন আছ?
: বলে দিতে হবে?...অনুভব করতে পারছ না?
: হুমম্ খুব পারছি (হেসে)। তা কি ব্যাপার, অনেকদিন খোজ নাওনি যে?
: তোমার খবর কি আর অমনি অমনি নেয়া যায়। কত আয়োজন, কত তুঘলকি কারবার করা লাগে। কত স্তরের মেঘ জড়ো করতে হয় সে খবর রাখো? সব মনমতো হলেই না তবে বৃষ্টির কাছে দূত পাঠানো।
: হুমম
: আর তাছাড়া তুমিইতো বলেছিলে আবেগকে নিয়ন্ত্রণ করতে। আমি তাই আবেগের পায়ে পরিয়ে দিলাম শিকল। আপন মনমন্ধিরে মরুকগে সে পাখা ঝাপ্টাতে ঝাপ্টাতে। থাকগে সে সব। তোমার কথা বলো। আছো কেমন?
: এই তো।
(খুশি খুশি মনে আলাপন শুরু করেছিলাম এখন হাওয়াটা কেমন করে যেন বদলে গেল। অভিমানের মেঘ উড়ে এলো যেন দমকা হাওয়ার বেগে। চোখদুটো সিক্ত হয়ে আসছে... )
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১১ সকাল ৭:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




