প্রাণের ফোয়ারা নিথর পরে আছে
একদা যেখান হতে জল উপচে উপচে পরছিল
হৃদয়ের সব আয়োজন আজ শোক পালনে ব্যস্ত
তবে কি আমার বিদায় নেওয়ার সময় হয়ে এসেছে?
প্রাণের এই রুক্ষতা যে আর সইতে পারছিনা
শক্তি দাও আমায়, হে প্রাণেশ্বর।
পথহারা পাখির আকুতি ভরা গান যে আমাকে
পাগল করে ছাড়ছে।
সব এমন অসহ্য লাগতে শুরু করেছে কেন?
হে প্রাণেশ্বর...এ কি হল আমার।
পৃথিবীর সব বিষাদ আজ আমার দুচোখে
এ কি বকছি আমি!
সৃষ্টির সব রুপ আজ-
আমা হতে আড়ালে চলে গেল কেন?
হে প্রাণেশ্বর...এ কি হল আমার।
কোথায় হারালাম আমার এই আমিকে...
হারিয়েই তো যেতে চেয়েছিলাম আমি, "হারিয়ে যাওয়া?"...না না না এমন করে নয়...এমন করে নয়...আমার আমিকে হারিয়ে নয়
আমার হৃদয়-নদীর সব অশ্রু বিসর্জন দিয়ে মিনতি করছি হে প্রাণেশ্বর, আমায় শক্তি দাও, এমন করে নিঃস্ব করে দিও না...হে প্রাণনাথ!
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১১ সকাল ৭:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




