কি সুন্দর যে একটা চাঁদ উঠেছে সন্ধ্যার ঐ আকাশটাতে! তার রুপের দিকে তাকিয়ে থাকতে থাকতে নিজের অনুভূতিকে আর কাবুতে রাখতে পারছিনা। আমার ভেতরের আমি যেন আমাকে ছেড়ে নেচে নেচে বেড়াচ্ছে সুদূরের ঐ চাঁদটার সাথে। হৃদয় নদীতে আজ যেন আনন্দের ঢেউ ছলছল শব্দে উচ্ছ্বসিত গীত গাইছে।
ওগো পূর্ণিমা শশী-
কোথা হতে আগমন হল হে তোমার!
আমার আবেশিত মন আজ
নিবেদন করলাম তোমার চরণে
যাবে কি আজ মেঘের দূতের সাথে?
মেঘের ভেলায় চড়ে-
গোপন অভিসারে?
তোমার ঐ রুপালী সৌন্দর্যতো আমাকে স্থির থাকতে দিচ্ছে না। ওগো সন্ধ্যার চাঁদ...
...
"তুমি আমারি, তুমি আমারি
মম অসীম গগনবিহারী
..."
Click This Link
হে আমার উত্তরকাল, বর্তমানের এই পাড়ে দাঁড়িয়ে আজকের এই সন্ধ্যাঞ্জলী ভাসিয়ে দিলাম মহাকালের সমুদ্রে। আমার আজকের এই হৃদয় প্রাচুর্য স্মৃতিরসিন্দুক ভরে রেখে দিও তুমি।
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১১ সকাল ৭:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




