বৃষ্টি,
কখনো কি হয়েছে এমন
তুমি বসে রইলে আনমনে
মন অচেনা অজানা কোন রাজ্যে
বেড়াচ্ছিল ঘুরে।
বন বনান্তরে ঘুরে শেষে
মনটা যেই ওমনি ফেরালে
দেখলে মিষ্টি দুটো আখিঁ এতক্ষণ
ছিল তাকিয়ে তোমারি পানে।
কখনো হয়েছে কি অমন?
চক্ষু 'পরে চক্ষু রেখে সুধালে,
হে অপলকা, বলো
আখিঁসুধা দিয়ে কি বলতে চাইছিলে,
কিসের এত কৌতূহল ঐ আখিঁ দুটিতে।
বলো কি জানতে চাও...
আমি আজ তোমার সব প্রশ্নের উত্তর দিব। বল কি জানতে চাও। মাঝে মাঝে মনে হয় এই এক পলকের একটুখানি দেখার মধ্যেই লুকিয়ে রয়েছে আমার সেই অধরা সুর। আমার সেই সুরের নাগাল যেমন পাচ্ছিনা তেমনি পারছি না এই দৃষ্টির রহস্য উন্মোচন করতে।
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০১১ রাত ১২:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



