জুন মাসে জন্ম বলে উনার নাম রাখা হয়েছে জুন। প্রোপাইলে পারিজাত এক পুষ্প ঝুলিয়ে ব্লগে ব্লগে ফুলেল মন্তব্য বিলিয়ে বেড়ানোর জন্য উনি সুপরিচিত। উনার মতে, মিথুন রাশি হওয়াতে উনি এক জায়গায় কিছুতেই স্থির হয়ে থাকতে পারেননা। তাইতো সময় সময় বেড়িয়ে পড়েন পরিবার নিয়ে দেশ-বিদেশ ঘুরতে। তার নমুনা উনার ব্লগে ঘুরলেই পাওয়া যায়। আসুন এই প্রিয় ব্লগারের জন্মদিনে (১২ তারিখ) উনাকে শুভেচ্ছা জানায়। যদ্দুর জানি উনার কেক পছন্দ না। তাই ফুল বা মিষ্টি যে কোন একটা হলেই সই। ইয়ে একটা কথা, মিষ্টি নিয়ে আসলে এই হতভাগ্য পোষ্টদাতাকে ভুলে যাবেন না
বলা হয়ে থাকে জুন মাস বিয়ে-শাদীর জন্য আদর্শ। কারণ এই মাস যে গ্রীক দেবীর নামে নামান্বিত সে জুনু ছিল বিয়ের দেবী। ব্লগে তাই যারা এই মাসে বিয়ে শাদী করছেন তারা গ্রীক দেবীর কাছে না যেয়ে আমাদের এই মিথুন রাশির কন্যাটির কাছ থেকে আশীর্বাদ নিয়ে নিতে পারেন
আমার তরফ থেকে তাইলে আপ্যায়ন শুরু করা যাকঃ
এইবার মিষ্টি, সন্দেশ আর দই
এইবার খাওয়া দাওয়া
বিশ্বকাপের জোয়াড়ে ভাসছে সবাই এখন। আর আমার প্রিয় দলের সাপোর্টার হিসেবে জুনের জন্য এই ভিডিওটা। গানটা সকাল থেকে শুনছি
আর বাকী যারা উপঢৌকনের লোভে এই পোষ্টে ঢুকেছেন তাদের নিরাশ হওয়ার কারণ নেই
জাপানীজ ওয়াইফ
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০১১ রাত ১২:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




