মোটের উপর রাতটা দারুণ কেটেছে। তবে সঙ্গীত শোনে বিমুগ্ধ হওয়াটা বোধকরি পুরোপুরি হয়ে উঠেনি। একটা অদ্ভুত ব্যাপার নতুন করে উপলব্ধি করলাম কাল রাতে। আমি বোধহয় অবাক বা আর্শ্চয্য হওয়ার অনুভূতিটা হারাতে বসেছি।
শুরুতে জাহ্নবি নামে এক মেয়েশিল্পী বেশ কটা গাইলো। বেশ তার কন্ঠটা। সঙ্গীতময় রাতের মুডটা সে তৈরী করে দিয়ে গেল। এর পর একজন আসলো কৌতুক শোনাতে। কিন্তু দর্শক আর ধৈর্য্য রাখবে কেন। বেচারা মাত্র দুটা লাইন বলেছে দর্শক বিশেষ করে মেয়েরা এমন করে "আতিফ", "আতিফ" চিল্লাতে লাগলো যে কয়েক মিনিট বাদেই আতিফ স্ব শরীরে হাজির। মেয়েগুলোকে তখন দেখে কে। পতঙ্গ যেমন করে আগুনের দিকে ছুটে যায় তেমন মনে হচ্ছিল মেয়েরা সব হুড়মুড় করে স্টেজের দিকে ছুটে গেল। শেষে সিকিউরিটি অনুষ্ঠান বন্ধ করে দেবে টেবে বলে তাদের কে পিছু হটানো গেল।
...
আতিফের জল পরী গানটা
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০১১ রাত ১২:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



