গুনগুন আমি করছি না
: গান করছিলাম না তো। এমনি টুংটাং করছিলাম
: আপনি (একটু বিরতি নিয়ে) টুংটাং অনেক ভালো করেন।
এবং মিষ্টি কিছু এ কথা সে কথার পর, তিন্নি ধীরে ধীরে বলে -
: আচ্ছা আমরা কি একজন আরেকজনকে তুমি করে বলতে পারিনা
এইভাবে আপনি থেকে তুমি-তে এবং এরপর আরো কিছু অন্তরঙ্গ মুহূর্তে দুজনের ধীরে ধীরে দুজনের কাছাকাছি আসা এবং এইভাবেই ধীরে ধীরে ভালোবাসার শুরু।
বলছিলাম চয়নিকা চৌধুরীর, "ভালোবাসার শুরু" নাটকের কথা। প্রধান দুটি চরিত্রে অপূর্ব এবং তিন্নি। যদ্দুর বুঝেছি এটি গতবছরের কোন একটি ঈদের নাটক। কিন্তু আমার গোচরে এল এই সেদিন এবং দেখা হল কাল রাতে। এবং দেখে শেষে মুখে হাসি নিয়ে, আবেশিত কিছু সুখানুভূতি নিয়ে আমার ঘুমরাজ্যে গমন। যে কারণে সকালে উঠেই এই নাটকের কীর্তন গাইতে বসেছি সে এই নাটক দেখা শেষের সুখানুভূতি।
চয়নিকা চৌধুরীর নাটক। সুন্দর না হয়েই যায় না। কিন্তু এটি আমার ধারণার বাইরে সুন্দর এবং তার চাইতেও মিষ্টি একটা নাটক। রসগোল্লা একেবারে। বেশ অনেকদিন বাদে এমন সুন্দর, বিমুগ্ধ করে রাখা এমন নাটক দেখলাম। আমি বরাবরেই বিশ্বাস করে এসেছি, এবং এখনো করি, সংস্কৃত অঙ্গনে আমাদের নিজেদের গর্ব করার মতো যদি কিছু থেকে থাকে সে আমাদের নাটক।
এই নাটকে তিন্নি আর অপূর্বের এক একটা অভিব্যক্তি রিপিটে দিয়ে দিয়ে দেখবার মতোন সুন্দর। দুজনকে যেমন মানিয়েছে দারুণ, দুজনে আলাদা আলাদা ভাবেও কোন অংশে কম যায় না। নীচে কয়েকটা স্ক্রীনশটস দেয়া হল।
দেখার লিঙ্ক দিলাম নীচে, আগ্রহ জেগে থাকে যদি তবে আয়েশ করে কাছের মানুষটাকে নিয়ে দেখতে বসে যেতে পারেন :-)
ভালো কথা, এই নাটক সন্ধান দেওয়ার জন্য ধন্যবাদ কারো যদি পাওনা থাকে তবে সে মম দেবীর। আমরা কজনে আড্ডা দিচ্ছিলাম সেদিন, আড্ডার এক ফাঁকে উনি আমাদের এই নাটক রিকমেন্ড করেন।
হাসির সহিত উনার তড়ফে আমার ধন্যবাদটুকুন রহিল :-)
http://www.bdbroadcast.com/watch/fe21f384685c07a1628d/Natok
http://bd-natok.com/natok/Romantic/Bhalobashar_Shuru
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০১১ সকাল ৮:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




