গবর্ণস আইল্যান্ড এবং পেছনে গোল্ডম্যান সেকসের বিল্ডিং
মিডটাউন ম্যানহাটন - সবচে উচুঁটা এম্পায়ার স্টেটস বিল্ডিং
এলিস আইল্যান্ডের মিউজিয়ামে তোলা - আগেকার আমলে ইমিগ্র্যান্টদের প্রথম এই দ্বীপে আনা হত। এই খানে তাদের নানান রকম চেকআপ করে তারপর ভেতরে প্রবেশের ছাড়পত্র মিলত। এই মিউজিয়ামে সেসব ইমিগ্র্যান্টদের দ্বীপে থাকাকালীন দৈনন্দিন জীবনের নানা ছবি এবং তাদের ব্যবহার্য জিনিসাদি রয়েছে।
ব্যাটারি পার্ক। এইখান থেকেই লিবার্টি আইল্যান্ডে যাওয়ার ফেরিগুলো ছাড়ে।
ফ্লাশিং মিডোওস করোনা পার্ক। হংকং ড্রাগন বোটস ফেস্টিভালে তোলা। চাইনিজ বাজনা বাজাচ্ছে।
ড্রাগন নৃত্যের জন্য মঞ্চ প্রস্তুত করা হচ্ছে।
ড্রাগন
ড্রাগন বোট রেসের প্রস্তুতি
চীনাদের মেলা
পুরো নিউইয়র্কের সব স্থাপনাকে এই মিউজিয়ামে তোলে আনা হয়েছে।
কুইন্স গ্লোব
মেঘপঞ্জিকা - ছবি ব্লগ ২
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১১ রাত ১১:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



