মেঘঃ "তোমাকে বলার ছিল, যত আমি গান গাই,
যত গান গেয়ে যাই
সব গানে সব সুরে,
তোমাকে বলার ছিল..."
বৃষ্টিঃ কি?
মেঘঃ না কিছু না...
বৃষ্টিঃ (গরর) তুমি আর তোমার হেয়ালী
(কয়েক সেকেন্ড বিরতি নিয়ে) কেমন আছো?
মেঘঃ বেশ আছি। বরাবর তো বেশ থাকি। তুমি?
বৃষ্টিঃ আমার খবর সত্যিই জানতে চাইলে শুরুতেই চাইতে। এসেই গান ধরতে না
মেঘঃ হাহাহা।
বৃষ্টিঃ ভুল বলিনি তাইলে
মেঘঃ ঠিক বলেছো তাই বা কে বললো
বৃষ্টিঃ ব্যাপার কি। মাছের গন্ধ পাচ্ছি
মেঘঃ হাহা। হুম ব্যাপার আছে কিছু
বৃষ্টিঃ কি?
মেঘঃ না চাকরীতে...
বৃষ্টিঃ কি? আবার পদোন্নতি ঘটেছে? বলি বছরে কয়টা পদোন্নতি হয় তোমার!
মেঘঃ হাহা আরে নাহ্ পদোন্নতি না, তবে ছোটখাটও কিছু নয়
বৃষ্টিঃ আহা বলোই না
মেঘঃ না থাক
বৃষ্টিঃ আবার হেয়ালী।
মেঘঃ আনন্দ নৃত্য করার মতোই সংবাদ
বৃষ্টিঃ থাক্ আমার শুনে কাজ নেই
মেঘঃ শুনতে চাওনা তাইলে?
বৃষ্টিঃ না চাইনা
মেঘঃ ঠিক আছে। পরে আবার বলো না যেন আমি বলতে চাইনি
বৃষ্টিঃ শুনো, আমি উঠবো।
মেঘঃ আরেকটু বসোই না।
"নয় থাকলে আরো কিছুক্ষণ,
নয় রাখলে হাতে দুটি হাত
নয় ডাকলে আরো কিছু কাছে..."
বৃষ্টিঃ আহা, সখ কত
মেঘঃ হাহা। জানো কি হয়েছে আজ? ফেইসবুকে আজ বেশ অনেকদিন বাদে একজন নক করলো..
বৃষ্টিঃ তো? করতেই পারে, ফ্রেইন্ড লিষ্টে থাকলে
মেঘঃ না পুরো ব্যাপারটার মাঝে বেশ অনেকটা মিষ্টতা রয়েছে, আর সেটিই আমাকে থেকে থেকে অমোঘ এক আনন্দ দিচ্ছে
বৃষ্টিঃ থাক বুঝে আমার কাজ নেই, বলতে বললে তো আবার ঢং শুরু করবে
মেঘঃ হাহাহা
বৃষ্টিঃ এই আবার হাসে। আচ্ছা শুনো আমি যাই আজকে
মেঘঃ ঠিক আছে, ভালো থেকো
বৃষ্টিঃ তুমিও
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১১ রাত ১১:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




