ওপরের খেলা সাঙ্গ হলে পেয়ে গেছি ভাব নিয়ে, মানুষ মুখে পুরে নেয়
খাবার শেষের মুখশুদ্ধি "মৌরি"।
প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয়, তারও নীচের জল - কিছু না জেনেই দেখে নিতে চায়
বৃষ্টি শেষের দৈবাত রঙধনু ওঠা আকাশ।
এলেবেলে ইলেকট্রিক, টেলিফোন, ডিশ্ আরও আরও তারে আটকে যায় মুক্তির বাতাস।
এরপর স্ক্রীনে স্ক্রীনে খোঁজা সম্পর্কের, নিরাপত্তার আশ্বাস।
চোখের জলে ভালোবাসার যে সুঠাম প্রকৃতি দেয়াল ছবি হয়,
তার চাইতে আপন কক্ষণো কিছু নয়;
মাছের নিরাপদ ঘুম জলেই, মরে যাওয়া ত্বকে বৃশ্চিক দংশনই চমতকার অনুভূতি,
এসব কোমায় চলে যাওয়া বিকেলে যদি আমরা আরেকবার মাতি,
বুড়ো পৃথিবীর তাতে হবে কি কোন নতুন ক্ষতি?
মানুষ প্রাত্যহিকতার হিসেব বোঝে,
বোঝে দুই যোগ দুই সমান চারের প্রমাণিত সত্যের কাটতি;
বোঝে না কেবল তার ই মাঝে ঘূর্ণি খাওয়া ভালোবাসার আর্তি।
নাহ্, এখন কবিতা লিখার সময় নয়। এখন সময় ব্লগটার পচে যাওয়া মুন্ডগুলোর লেজে পেট্রল ঢেলে আগুন দিয়ে দেবার। তবু কলম চলে, হয়তো 'না-মানুষদের' নষ্টামির জবাব কলমেই দিতে চাই বলে। আমি কলম সৈনিক। সেখানে জেন্ডার কখনো আসেনি। কিন্তু যারা আমাদের লিখাকে কাউন্টার করতে পারে না তারা আমাদের জেন্ডারটাকেই ইস্যু করে, চেষ্টা করে আমাদের ঘায়েল করার। আপনি/তুমি/ তুই কি সত্যি সত্যি "মানুষ" ব্লগার?
তাহলে এসব বিবর্তনরহিত নোংরাদের http://doctor.amarblog.com/posts/86897
http://doctor.amarblog.com/posts/87421
Click This Link
কেন আমরা রুখে দেই না আমাদেরই কলমে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



