আমার এক স্যার ক্লাসে একটা গল্প বলছিলেন । তার নাতনির জ্বর কিন্তু ঠিক হয় না । নিজের পরিচিত একটু দুর সম্পর্কের আত্তিয়ের কাছে গেলেন চিকিৎসা করতে । তিনি ঔষুদের নাম লিখে দেন কিছু । আমার স্যার মনে করছিলেন যে নিজের লোক টাকা দেওয়া হয়ত ঠিক হবে না । তো তিনি চলে যান টাকা না দিয়েই । কিন্তু তার নাতনির রোগ ঠিক হয় না । কিছুদিন পর আবার তিনি ওই ডাক্তারের কাছে গেলেন সব খুলে বললেন । আবার তিনি ওষুধ লিখে দিলেন স্যারের হাতে । কিন্তু এবার স্যার পকেট থেকে টাকা বের করলেন । ডাক্তার টাকা নিয়ে বলেন এসবের কি দরকার ছিল । তারপর আবার স্যারের কাছ থেকে প্রেসকিপসনটা চান । তিনি সেখানে নতুন ঔষুদের নাম লেখা শুরু করেন । তা দেখে স্যার রাগে ক্ষোভে প্রেসকিপসনটা তার মুখে ছুরে ফেলে আসেন
টাকার জন্য একটা ছোট মেয়ের জীবন নিয়ে খেলার অনুমতি আর যাই হোক কাউকে দেওয়া হয় নি ।
আর সবাই প্রথমে ডাক্তার হতে চায় মানবসেবা করতে আমার অনেক বন্ধু এখনও অনেকে বলে ।
আর মানবসেবা !!! হাসির কথা !!!! । আর যাই হোক কোন ডাক্তার মানবসেবা কি জিনিস তা জানে না । তারা জানে টাকা । সরকারি হাসপাতেলের ডাক্তারের চিকিৎসায় রোগিরা ভাল হয় না কেন ? যারা কঠিন রোগে আক্রান্ত গরিব মানুষরা অনেকেই অবশ্য এখন চিকিৎসা পান বলে মনে হয় । কিন্তু বিষেশ করে হাসপাতালে যারা ভর্তি না হয়ে টোকেন দারা ডাক্তার দেখান তারা তো ভাল হন না । অথচ তাদের বাইরে আলাদাভাবে তাদের দেখালে রোগের গুস্টি থাকে না । ১০ টাকার টিকিট দিয়ে সরকারি হাসপাতালে তাদের তো রোগির সেবা করার কথা !!!!!!! সব ডাক্তাররা কেন কোন দোকান থেকে ঔষুধ কিনতে হবে নাম লিখে দেন । কোথা থেকে টেস্ট করবেন তার প্রতিস্টানের নাম লিখে দেন ?
বাস্তব অভিজ্ঞতা কিছুটা আসে জীবনে রোগি হয়ে চিকিৎসা নেওয়ার । যা খুব কস্টের । তাদের প্রতি ক্ষোভ সবারই তৈরি হবে যারা চিকিৎসা নিতে যাবেন ।
আচ্ছা ডাক্তাররা কেন ভুল করে বলে মনে হয় ? আমার মতে যাদের বাস্তব অভিজ্ঞতা কম তারা । বেসরকারি প্রতিষ্টানে পরে ভাল ডাক্তার হওয়া কঠিন । সরকারিগুলোতে ছাত্ররা সারাদিন গরিব রোগিদের নেরেচেরে শেখার সুযোগ পায় । কিন্তু বেসরকারিতে কোন রোগির গায়ে হাত দিতে কেউ দিবে না বিনা কারনে । যত টাকা দিয়ে বেসরকারিতে পরতে হয় তত টাকা দিয়ে জীবনে অনেক ভাল কিছু করা যায় । প্রায় ২০ লক্ষ টাকা লাগে সব খরচ মিলিয়ে । দেশের ভাল ডাক্তাররা ( প্রায় সবাই সরকারের টাকায় পরার সুযোগ পায় ) অনেকেই দেশের বাইরে চলে যায় । তাই সরকারি হাসপাতালে শেখা ছাত্ররা ভাল শিখতে পারে । আর বাস্তব জ্ঞান যার বেশি তার চিকিৎসা অনেক ভাল । কারন এতে আপনাদের শেখাটা পরিপূর্ন হবে বলেই আমার মনে হয় । একজন ডাক্তার মানুষকে বাচিয়ে তুলতে পারে তার পরিপূর্ন জ্ঞান দিয়ে ।
অথচ এই পরিপূর্ন জ্ঞান দিয়ে দিয়ে কি করছে ??? মানুষের সেবা নাকি তাদের পকেটের সেবা ।
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১১ দুপুর ২:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



