আজকে দুপুরে আনমনে আছি একা
জান্লা টপকে রোদ্দুর দ্যায় দেখা
কাগজে-কলমে তোমাকেই চিঠি লেখা
তোমাতেই শুধু একাকী অবেলা থাকা।
আজকে দুপুরে নদীতে শ্রাবণ মেঘ
রাখালিয়া তোলে বাঁশিতে বিধুর সুর
সাদা কাশবনে লেগেছে জ্যোৎস্না-ভ্রম
আজ রোদ্দুর বধূর আঁচলে বাঁধা।
আজকে দুপুরে মেঘে মেঘে শিহরণ
প্রজাপতি করে ফুলে ফুলে সন্ত্রাস
আজ সব পাখি উদাসীন বেদুইন
ঝর্না বিজনে তোলে নূপুরের তান।
আজকে দুপুরে অভিলাষ মনে মনে
উপহাস তবু নিজেকেই শুধু একা
হাত বাড়ালেই বেহাত হবে কী রোদ
আজ দুপুরটা সন্ধ্যে হলেই স্মৃতি।
আজকে দুপুরে আনমনে আছি একা
সারাটা দুপুর তোমাতেই ডুবে থাকা।
প্রথম প্রকাশ :
দৈনিক প্রথম আলো,
৬ মার্চ, ২০০২।
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১০ রাত ১২:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





