না ভাই তেমন কিছুই নহে। আমি যাহা দেখাইতে চলিয়াছি তাহা ছেলেদের কাজে লগিতে পারে।
কারণ, বিষয়বস্তু হইল শেভিং কম্পানির বিজ্ঞাপন :
শার্টের প্রিন্টের সাথে মানানসই কাটিং
এই তিনটা অতটা ভাল লাগে নাই
আর ভাই যে কথাটা না বললেও সবাই বুঝতে পারছেন, তা হল এগুলো নেটে পাওয়া, এই ফটুকগুলা আমি তুলি নাই
[আপনারা এটাকে স্রেফ ফান হিসেবে নেবেন, প্লিজ। কেউ আবার ভাববেন না যে দাড়িওয়ালা লোককে অসম্মান করেছি। আমার শ্রদ্ধার অনেক লোকেরই দাড়ি ছিল।]
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১০ সকাল ৯:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




