বাংলাদেশের সবচেয়ে বড় মাল্টিলেভেল মার্কেটিং কম্পানী ডেসটিনি-২০০০ লিঃ দির্ঘ ১২ বছর যাবত এই কোম্পানীটি কাজ করে আসছে এই ১২ বছরে এই কোম্পানীতে কাজের সুযোগ পেয়েছে ৪৫ লক্ষ + মানুষ। দেশের এত সংখক মানুষ এক সাথে আর কোন কোম্পানীতে কাজ করেনা এর মধ্যে প্রায় ১৫ লক্ষ + মানুষ যারা শুধু ডেসটিনির উপর নির্ভরশীল বাকিরা অন্য পেশায় কাজের পাশাপাশি নিজেদের আর্থিক স্বচ্ছলতার জন্য কাজ করে। ১২ বছরে একটি একটি করে ৩৭ টি কোম্পানী করে এই কোম্পানীটি পরিনত হয় ডেসটিনি গ্রুপে, এই ৩৭টি কোম্পানীর মালিক কোন একক ব্যক্তি বা কয়েকজন পরিচালক নয় এই গ্রুপটির মালিক এখানকার লক্ষ লক্ষ বিনিয়োগকারী সবাই । সবাই যার যার অবস্থানে থেকে নিজেদের স্বপ্ন পূরুন করার জন্য কাজ করে যাচ্ছে। নিজেদের স্বপ্ন পূরনের পাশাপাশি দ্বায়িত্ববোধ থেকে দেশের উন্নয়নের জন্য কিছু স্বপ্ন দেখে ডেসটিনি গ্রুপ
১ কোটি লোকের কর্মসংস্থান করে বেকার মুক্ত বাংলাদেশ গড়ায় সহযোগীতা করা ২০১২
দেশের পরিবেশের ভারসম্য রক্ষায় ৬ কোটি গাছ লাগানো ২০১২
২০ লক্ষ কৃষকে প্রযুক্তি সহযোগীতা দিয়ে দেশের খাদ্য ঘাটতি দূর করা ২০১৪
লো-কষ্ট হাউজিং প্লান এর মাধ্যেমে সবার জন্য বাসস্থানের ব্যবস্থা করা ২০২০
২০২০ সালের মধ্যে পৃথিবীর উন্নয়নশীল ১০টি দেশের একটি দেশ হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠা করা এর জন্য প্রয়োজন দেশের মার্কেটে বিদেশী পণ্যের চেয়ে দেশী পন্য বেশী বিক্রি করা এবং বিদেশের মার্কেটে বাংলাদেশী পণ্য বেশী বিক্রি করা। কারন বিদেশী কোম্পানী গুলো বাংলাদেশের মার্কেট থেকে যে পরিমান টাকা নিয়ে যাচ্ছে আমরা সে পরিমান টাকা বিদেশ থেকে আনতে পারিনা। তাই স্বাধীনতার ৪১ বছর পরও আমরা এখনো অর্থনৈতিক ভাবে স্বাধীন হতে পারিনি ।
ডেসটিনি দেশ ও জাতির উন্নয়নে কাজ করে যেভাবে সফলতা অর্জন শুরু করেছিল একটি কু-চক্রী মহল এটা বুঝতে পারে যে, ডেসটিনি যদি এভাবে কাজ করে তাহলে দেশের মানুষ সচেতন হয়ে যাবে আর দেশের মানুষ যদি সচেতন হয়ে যায় তাহলে আর এই জাতিকে দমিয়ে রাখা যাবেনা এরা সত্যিই বিশ্বের সেরা জাতি হয়ে উঠবে তখন আর এই জাতির মাথার উপর লবন রেখে বড়ুই খাওয়া যাবেনা। তাই ডেসটিনি যেন এই জাতিকে সফল ও সচেতন করতে না পারে এই জন্য ঐ কু-চক্রি মহল একটি পরিকল্পনা করে ডেসটিনি কে ধংস করার জন্য। স্বার্থেনেষী কিছু মিডিয়াকে ডেসটিনির বিরুদ্ধে অপপ্রচার করার জন্য লাগিয়ে দেয় । মিডিয়া এমন এক শক্তি মিডিয়া চাইলে একজন ব্যক্তি, প্রতিষ্ঠান,সংগঠন বা দেশকে কয়েক দিনেই ধংস করে দিতে পারে।কু-চক্রি মহল জানে দেশের ৯৫% মানুষ এখনো সচেতন নয় তাই ডেসটিনি নিয়ে অপপ্রচার করলে সাধারন মানুষ ডেসটিনিকে খারাপ ভাববে ডেসটিনিতে যে লক্ষ লক্ষ লোক তারা ডেসটিনির বিরুদ্ধে আন্দোলোন করবে আর এই সুযোগে ডেসটিনি বন্ধ করতে সরকারকে চাপ দেওয়া হবে। কিন্তু কু-চক্রি মহল জানতোনা যে ডেসটিনির মানুষ বোকা বা অসচেতন নয় তারা এখন সমাজের সবচেয়ে সচেতন মানুষ। কু-চক্রি মহল অবাক যে দির্ঘ ১০ মাস বিভিন্ন ভাবে ডেসটিনির বিরুদ্ধে এত অপপ্রচার করার পরেও তারা কেউ ডেসটিনির বিরুদ্ধে আন্দোলোন করলোনা।
- আমাকে একজন সাংবাদিক বলল পত্রিকার যেভাবে ডেসটিনি নিয়ে রিপোর্ট করলো ডেসটিনি আপনাদের সাথে প্রতারনা করেছে আপনারা এখনো ডেসটিনির বিরুদ্ধে আন্দোলোন করেননা কেন?
- আমি বললাম আপনার গায়ে যে শার্টটি আছে তার রঙ কি
- সে বলল সাদা
- এখন যদি আমি বলি শার্টটির রঙ কালো আপনি কি বিশ্বাস করবেন
- না
- এই এলাকার সবাই যদি বলে শার্টটির রঙ কালো আপনি কি বিশ্বাস করবেন
- না
- সমস্ত পত্রিকার যদি রিপোর্ট করে শার্টটির রঙ কালো আপনি কি বিশ্বাস করবেন
- না
- কেন বিশ্বাস করবেন না
- আমি নিজে চোখে দেখছি এটা সাদা আমি অন্যদের কথা কেন বিশ্বাস করবো
- ডেসটিনি নিয়ে আমাদের একই ধারনা আমি জানি ডেসটিনি আমাদের সাথে প্রতারনা করেনি আমরা ডেসটিনির দ্বারা ক্ষতিগ্রস্ত নই তাই আমরা পত্রিকার কথা বিশ্বাস করিনা আর একারনেই ডেসটিনির বিরুদ্ধে আন্দোলোন করিনা ।
- ঐ সাংবাদিক আমাকে বলল মিডিয়া যেভাবে ডেসটিনিকে আক্রমন করেছে এভাবে যদি কোন দেশের বিরুদ্ধে আক্রমন করতো সেই দেশ ঠিক থাকতে পারতে বলে মনে হয় না । ডেসটিনি টিকে আছে এটা পৃথিবীর ৮ম আশ্চর্যের বিষয় ডেসটিনি নিয়ে কেন এই অপপ্রচার
কিছু মানুষ আছে যারা দেশের উন্নয়ন চায়না, দেশের মানুষকে বোকা বানিয়ে রাখতে চায় যারা শুধু নিজেদের উন্নতি চায় এমন কিছু লোক ডেসটিনির পিছনে লেগেছে । আমরা বিশ্বাস করি দেশের মানুষ এখন বুঝতে পেরেছে ডেসটিনিতে কোন অনিয়ম হয়নি কোন একটি কু-চক্রি মহল ডেসটিনির পিছনে লেগেছে।
আমরা দেশবাশীকে সাথে নিয়েই এই ষড়যন্ত মোকাবেলা করবো । আমরা ডেসটিনি পরিবার কোন মারামারি রক্তপাত ভাংচুর পছন্দ করিনা । আমরা কাজের মাধ্যমে প্রমান করবো ৪৫ লক্ষ মানুষ আমরা ভদ্রতা শিখেছি আমরা কর্মসংস্থানের সুযোগ পেয়েছি আমরা স্বপ্ন পূরনের জন্য কাজ করছি। আমরা ৪৫ লক্ষ মানুষ বলছি আমরা কেউ ডেসটিনির দ্বারা প্রতারিত নই
আমাদের সবায় স্লোগান
“ষড়যন্ত্র নিপাত যাক
ডেসটিনি মুক্তি পাক”

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





