আমাদের চারপাশে অনেক ছন্দময় নাম আছে। কয়েকটি নাম অনুকাব্য আসুন পড়ে ফেলি :-D উক্ত নামধারী কেউ ক্ষেপে গেলে লেখককে বাঁচানোর দায়িত্ব আপনাদের
এক.
জিনিয়া
ভাব মারো কি নিয়া?
দুই.
সাদিয়া,
বিস্কিট খাও চা দিয়া !!
তিন.
ঝুমা,
সারাক্ষন ই ঘুমা !!
চার.
সুমাইয়া
আছো নাকি ঘুমাইয়া !!
পাঁচ.
নাতাশা
খেতে পারো বাতাসা !!
ছয়.
রোমানা,
ফুলি দিছি,বোমানা !!
সাত.
পৃথা,
রাগ করোনা বৃথা !!
আট.
মারিয়া,
যেয়োনাগো ছাড়িয়া।
নয়.
মিম
মোরগের ডিম
দশ.
তানিয়া
ভালোবাসা দিও আমায় নিয়ম নীতি মানিয়া. . . .:-D
এগারো ,
নউশিন
তোমার মাথায় কয়টা শিং ?
বারো,
নউরিন
তোর কাছে কি মোর মেলা ঋণ ?
তেরো,
ইরাম
তোরে দেখতে লাগে কিরাম ?
ভেটকি মার তারাতারি কইলাম !!
চৌদ্দো
সারা
তুমি কি কারো কাছে ধরা !!
পোনেরো ,
পুনম
তোমার মাথায় বুদ্ধির অনেক কম !! :O
ষোলো,
মৌসুমি
তোমার সাড়ি কি অনেক দামি ? :O
সতেরো,
রাকা
তোমায় ছবি খানি কি পেন্সিল দিয়া আকাঁ ?
আঠারো,
রাখি ,
অনেক হইলো কথা কওয়া , এইবার তাইলে আমি ফুন রাখি !!
আকাশে অনেক উড়া উড়ি করে পাখি !!
আমি বরং তাই দেখি !!
উনিশ !!
বাধঁন
তুই কি তোর বাবা-মার যক্ষের ধন !!
বিশ,
বৃষ্টি
তোমার জন্যই এই পৃথিবীর সৃষ্টি !!
একুশ
স্বর্ণা,
কার সাহস তোমায় কয় - সড় না -- !!
বাইশ,
জুন,
তুমি এই মাসে কয়টা করলা খুন ?
তেইশ,
সায়মা
সব একাই লিখে,আমরা কি লিখতাম- কি খারাপ দেখো না মা
চব্বিশ,
রুচি
মায়ানমার প্রধানমন্ত্রী নাকি অং সং সূচি ?
আপনি কি মেলা খুশি !!
বোনাসঃ জনা
শুনলাম , সামু লইয়া লিখেছে নাকি নয়া বচন খনা !!!
--- উদাসী কবি প্রথম ১০টা + বিতলামি পরে গুলান !!
আপনারাও যোগ করিতে পারেন -- ব্লগারা ক্ষেইপা গেলে আমি দোষে দুষিত হইতে রাজি নই !!
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১২ বিকাল ৪:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




