এক ফ্রেন্ড কয়েক বছর ধইরা খালি মেরিকা যামু মেরিকা যামু কইয়া লাফ দিবার লাগছে! আমি অবশ্য ও না যাইতে পারলেই খুশি হই! ও আমেরিকা গেলে আমার কিছুই হবে না। খালি একটা ফ্রেন্ড হারামু! কি দরকার? ও না গেলেই ভালো।
ওর বাপ কোন কাজে আগে কয়েকবার আমেরিকা গিয়েছে।তাই বলে কি কোন সুবিধা পাবে? আশা করি পাবে না!
আর ফ্যামিলি সহ যাওয়ার ভিসা দেয়ার কি কোন নির্দিষ্ট সময় আছ? যেমন সেপ্টেম্বর থেকে জানুয়ারী বা অন্য কোনভাবে?
আমেরিকা যাওয়া ওদের জন্য কঠিন হলে খুশি হই। আশা করি আপনারা ভালো খবরই দিবেন!
আসলে আমার বন্ধুটা চলে গেলে আমার খুব খারাপ লাগবে। আমি চাই না ওরা চলে যাক। যদিও ওরাও যাওয়ার জন্য সব চেস্টাই করবে!
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





