
নাজিরপুরে ছাত্রী উত্ত্যক্তকারী ছাত্রলীগ নেতার সমালোচনা করায় এক শিক্ষককে মারধর করেছে নাজিরপুর শহীদ জিয়া কলেজ ছাত্রলীগ শাখার সদস্য মো. সফিকুল ইসলাম। শিক্ষককে মারধর করার খবরে ছাত্রছাত্রীরা উত্তেজিত হয়ে ছাত্রলীগ নেতা সফিকুলকে ধরে এনে মারপিট করে জুতারমালা গলায় পরিয়ে বাজারে ঘুরিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে গতকাল বিকাল আনুমানিক ৫টায় উপজেলার বাবুর হাট বাজারে। এদিকে ছাত্রলীগ নেতার গালায় জুতারমালা পরিয়ে বাজারে ঘোরানোর খবর পেয়ে ৫০-৬০ জন উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীরা সন্ধ্যায় ২০টি মোটরসাইকেল যোগে বাবুর হাট ঘটনাস্থলে যায় এবং যারা ছাত্রলীগ নেতাকে মারধর ও গলায় জুতারমালা দিয়েছে তাদের হুমকি ধামকি ও খোঁজাখুঁজি করে। এ ঘটনা স্থানীয় এমপির নির্দেশে নাজিরপুর উপজেলা ছাত্রদলের অর্ধশত নেতাকর্মীসহ শিক্ষক গাফফারের বিরুদ্ধে নাজিরপুর থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা রুজু করে। পুলিশ এ মামলায় ছাত্রদলের ৯ কর্মীকে গ্রেফতার করেছে।
শিক্ষক আবদুল গাফফার জানান, বাবুর হাট মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকজন ১০ম শ্রেণীর ছাত্রী তার কাছে পড়তে এসে অভিযোগ করে বলে কোচিং সেন্টারে আসা-যাওয়ার পথে সফিকুল প্রায়ই তাদের কু-প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে। ছাত্রীদের অভিযোগ শোনার পরে শিক্ষক গাফফার সফিকুলকে জিজ্ঞাসা করলে সফিকুল উত্তেজিত হয়ে তাকে মারধর করে। পরে স্থানীয় লোকজন ও কোচিংয়ের ছাত্ররা উত্তেজিত হয়ে সফিকুলকে মারধর করে গলায় জুতারমালা পরিয়ে বাজারে ঘুরায়। অপর দিকে ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যামামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে মামলার মিল না পাওয়ায় থানার ওসি এ প্রতিনিধিকে জানান এমপির নির্দেশেই মামলা নেয়া হয়েছে।
সুত্র- View this link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



