শেয়ার মার্কেটে আমার একজন গুরু আছে।যে আমাকে কয়েকটা মাত্র নিয়ম মেনে চলতে বলেছে।আর তা হল... কি করে ডিংগি নৌকা দিয়ে সমুদ্র পাড়ী দিতে হবে।
১। ঝড় শেষ হলেই কেবল নৌকা চালাবে।
২।চোখে দূরবীন খুলে ফেল না।
৩।শুধু সামনে না তাকিয়ে আশেপাশেও চোখ রেখো।(আবহওয়া অফিসের সংবাদ থেকে পানির নিচের ছোট মাছগুলো ভাল আবহওয়া সংবাদ দেয়।এরা আকাশে মেঘ দেখলে উপরে উঠে আসে)
৪।সর্তক হও।ঝড় আসলে নৌকা ছেড়ে দাও।ঢুব দাও।
৫। উপরের নিয়ম মেনে চলো।
ঘটনা হল.......কিছু সাধারণ আমমার্কা বিনিয়োগকারী শেয়ার ব্যবসায় লস খাইছে।এটা সত্যি তাদের সংখাটা অনেক বেশি।তারা কারা.........যারা লাভের নেশায় উম্মাদ হয়ে জমিজমা বিক্রি,ধারদেনা করে, এমন কি আমি অনেকে চিনি যারা সুদে টাকা নিয়ে ও শেয়ারে বিনিয়োগ করেছে, এসএমই লোন নিয়ে শেয়ার মার্কেটে বিনিয়োগ করছে।
যারা এই আম জনতা তারা কিন্তু ভালো করেই জানতো যে শেয়ার মার্কেটে যে বড় বড় রাঘব বোয়াল আছে তা জেনে-শুনেই বিনিয়োগ করেছে।
এখন যারা এই রাঘব-বোয়াল তারা কি শেয়ার মার্কেটে এসেছে বসে বসে আঙুল চুসতে।
বাঙালী ......যে করেই হোক রাতারাতি বড়লোক হতে হবে।কিন্তু পরিশ্রম করবো না।১০ লক্ষ টাকা নিয়ে শেয়ার মার্কেটে খাটাবে,কিন্তু ৫ লক্ষ টাকা দিয়ে আরো ৫ টা ছেলেকে সাথে নিয়ে কোন ব্যবসা করবে না। কারণ ব্যবসা করলে তাগো ইমেজ সংকট দেখা দেয়।
তখন তো ইস্টাইল কইরা কইতে পারবো না,........আমি শেয়ার ইনভেস্টর!!!
দেশে যে পরিমাণ টাকা রেমিটেন্স আসছে তার সিংভাগ ঢুকছে এই শেয়ার মার্কেটে।পানের দোকানদার থেকে প্রাইমারীর ছাত্র সবাই এখন স্টক হোল্ডার
সরকারের বাপের কি ট্যাকা পড়ছে যে তারা এই বিনিয়োগ কারীদের টাকা ফেরত দিবে?
যারা টাকা লাভ করেছে তারা কি অবৈধ পথে করছে?
তারা কি হাজি-মুহসীন নাকি? যে ক্ষুদ্র ব্যবসায়ীদের শুধু লাভ দিয়ে যাবে,আর তারা বসে বসে সাগর কলা খাইবে?????
এই আম-পাবলিক ই কিন্তু শেয়ার মার্কেটে সাক্রিট ব্রেকার কম রেটে রাখলে নাখোস হবে।
আমি বুজলাম না, ছোট শেয়ার ব্যবসায়ীদের এত রাতারাতি বড়লোক হবার খায়েস কেন?যখন টিভিতে ঘোষণা আসলো ব্যাংকগুলোতে তারল্য সংকট তখন তারা কেন সর্তক হলো না?
লাভ হইলে নিজের যোগ্যতা,আর লস হইলে সরকারের .......
মাত্র ২৭০ প্লাসের শেয়ার বাজারে যখন এমন অতিমূল্যায়িত হচ্ছিল,তখন কেন তারা লোভে পাগলের মত হয়ে গিয়েছিল?
সরকারের দোষ,কেনো তারা ঘোষনা দিয়ে ও সরকারী প্রতিষ্ঠাণগুলোর শেয়ার বাজারে আনলো না।এটা খুব পোলাপানের যুক্তি। গ্রামীনফোন ২০০৬ সাল থেকেই ঘোষণা দিচ্ছে শেয়ার বাজারে আসি আসি করছে।আর আসলো কখন? কোন কোম্মানীর শেয়ার ই সময় মত আসে নি।আর আসবেও না।
দু:খের মাঝে সুখের সংবাদ হল, আমার চেনা-জানা অনেকেই এই লসের মুখে পড়ে নাই। তবে তাদের অনেকই একটু পড়াশুনা জানা লোক।
প্রাইমারী পাশ মানুষের জন্য আর যাই হোক শেয়ার মার্কেট না।এটা সকলের মাথায় রাখা উচিত।
................................
শেষ।কিছুটা কঠিন কতা হতে পারে...কিন্তু এটা সবার আগে মাথায় রাখতে হবে.... আবেগ দিয়ে শেয়ার মার্কেট ব্যবসা চলে না।
পারিপ্বার্শিক অবস্থা বুজতে না পারলে তো লস হবেই।
.................
বড় বন্যার আগে মাটির নিচের পিপড়া সব উপরে উঠে আসে লাইন ধরে। এটা বুজতে কিন্তু আবহওয়াবিদ হওয়া লাগে না।
শেয়ার ব্যবসার উঠা-নামার সাথে আশেপাশের অনেক দিকে একটু চোখকান খোলা রাখলে আপনি ও বুজতে পারবেন।কোনটা রাখবেন আর কোনটা ছেড়ে দেয়ার সময় এসেছে।
..........................
যাই হোক নতুন বিনিয়োগ কারীদের জন্য এখনই ভালো সময়।বিনিয়োগ করার। আশা করি এক্সপার্টরা বুঝতে পেরেছেন।
.................
মাথা ঠান্ডা রাখুন।আর শুধু লাভের কথা চিন্তা না করে আশেপাশে দেখে পা ফেলুন।আশা করি লাভবান হবেন।
ভালো থাকুন।
(চলবে.....।)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



