শাহবাগের শান্তিপূর্ন আন্দোলকে উসকে দিতে শিবির ও ছাগু কূল এতো দিন ব্যাপক অপপ্রচার চালানোর পর এখন তাদের মেইন রুট, সহিংস পথে হাটা শুরু করেছে!!!
পুলিশ সহিষ্ঞুতা দেখাচ্ছে, ফাকা গুলি ছুড়ছে!
সাথে সহিষ্ণুতা দেখাচ্ছে সাধারণ জনগন।
এই আন্দোলনে প্রত্যেক্ষ্ ভাবে যোগ দিয়েছেন অনেকেই, যারা যোগ দিতে পারেনি তারা সমর্থন জানিয়ে জাচ্ছে নিজ নিজ অবস্থান থেকে। (কিছু কুলাঙ্গার ছাড়া)
এখন কথা হলো শিবিরের সহিংস আক্রমনে পাবলিকের মনে ক্ষোভ পুঞ্জিভুত হচ্ছে! এ অবস্থায় পাবলিক যদি একবার 'সাইজ' করা শুরু করে, কি হবে শিবিরের অবস্থান??
যে সব ছাগু ২৮ অক্টোবর আসলে লেদাতে লেদাতে ব্লগের ১২টা বাজিয়ে ছাড়েন তাদের প্রতি আমাদের অনুরোধ, আপনার সাথীদের থামান। শুধু 'শহীদ' হওয়ার লোভ দেখালেই হবে না। নয়তো যে পরিমানে লেদানোর আয়োজন হবে, 'মেশিন' যতই চলুক লেদিয়ে কূল পাবেন না!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




