আকর্ষনীয় উদ্ধোধনী অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বকাপ সুরু হয়ে গেল। খেলাও চলছে। বাংলাদেশ কৃকেট এখন যে পর্যায়ে আছে মনে হয় না আগে তা কখনো ছিল, কৃকেট দর্শক-ফ্যান দের মাঠের আচরন ও অনেক ম্যাচিউর্ড হয়েছে, টাইগাররা ম্যাচ হেরে যাওয়ার পরও বিপুল করতালি পেয়েছে।
কিছু ব্লগার, ফেসবুকের কিছু কবি-লেখক, ভারতীয় কিছু পত্র-পত্রীকা এবং খন্দকার দেলয়ার গং উদ্ধোধনী অনুষ্ঠানের ব্যাপারে বিরুপ মন্তব্য করেছেন।
ভারতীয়রা নানা কথা বলতেই পারে। তাদের কিছু কিছু পত্র-পত্রিকায় উদ্ধোধনী অনুষ্ঠান কে হতাশাব্যাঞ্জক বলা হয়েছে। তারা তো বলবেই। তাদের পারফরম করতে কম সময় বরাদ্দ দেয়া হয়েছে (শ্রীলঙ্কার সমান) যেখানে বাংলাদেশ সময় নিছে প্রায় ৪ গুন বেশী। তারা প্রথমে চেয়েছিল উদ্ধোধনী অনুষ্ঠান ভারতে হোক, বাংলাদেশ লবিং করে সেটা ঢাকায় এনেছে। তারা আরো unhappy কারন খারাপ ব্যাবস্থাপনার কারনে ইডেন গার্ডেন ভেনু হাতছাড়া হয়েগেছে।
কিন্তু আমদের দেশের অবস্থা দেখেন।
কি দারুন বর্নাঢ্য superb উদ্ধোধনী অনুষ্ঠান। ICC প্রধান বলেন আগের যেকোন উদ্ধোধনীর চেয়ে ঢাকার অনুষ্ঠান একধাপ এগিয়ে।
জমকালো উদ্ধোধনী অনুষ্ঠান সুন্দর বর্নিল-উজ্জল আকর্ষনীয় হওয়াতে, আর মুল আনুষ্ঠানে ভারতীয় শিল্পীদের বাড়াবাড়ি না থাকায় দুখ্যবাদি কিছু লোকের হতাশা আরো বেড়ে গেছে আর মগবাজারি গ্রুপে তো রিতিমত শোকের ছায়া দেখা গেছে।
আর ফেসবুকের কিছু প্রগতিশীল নামধারি কিছু কবি-লেখক রাও মুষরে পরেছে। একদিন পর জানা গেল আমাদের খন্দকার দেলয়ার গং চরম অসন্তুষ্ট এবং একধাপ এগিয়ে কোন তথ্য-প্রমান ছাড়াই দুর্নিতীর অভিযোগ এনেছেন, পরদিনই প্রকাশ্যে জানিয়ে দিয়েছেন।
অবাক হওয়ার কিছু নেই, টেষ্ট ষ্টেটাস পাওয়ার পরও এই সব হতাশাবাদিরা অসন্তুষ্ট ছিল। বলতো .. “খেলা বুঝেনা আবার টেষ্ট ষ্টেটাস নিসে .. লোক হাসাইতে যাবে ..!!
অথচ তখন লবিং করে Test status নেওয়া না হলে তালিকায় এক নম্বর প্রাপ্য কেনিয়া তা পেয়ে যেত। আমরা ১৫-২০ বছর পিছিয়ে পরতাম। যেভাবে পিছিয়ে পড়েছিলাম বিনামুল্যে পেয়েও fiber optic link হাতছাড়া করে, যার কারনে ১৫ বৎসর দেরি করে দেশ internet connected হয়।
বিশ্বকাপের আকর্ষনীয় উদ্ধোধনী অনুষ্ঠান, আর কারো কারো হতাশা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১০টি মন্তব্য ৪টি উত্তর
আলোচিত ব্লগ
হাদিকে shoot করে লাভবান হলো কে?

শরিফ ওসমান হাদি যিনি সাধারণত ওসমান হাদি নামে পরিচিত একজন বাংলাদেশি রাজনৈতিক কর্মী ও বক্তা, যিনি জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে গঠিত রাজনৈতিক-সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে পরিচিত। তিনি ত্রয়োদশ... ...বাকিটুকু পড়ুন
আধা রাজাকারি পোষ্ট ......

আমি স্বাধীন বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। আমার কাছে একাত্তরের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বা পূর্ব পাকিস্তানের সঙ্গে আজকের বাংলাদেশের তুলনা—এসব নিয়ে কোনো আবেগ বা নস্টালজিয়া নেই। আমি জন্মগতভাবেই স্বাধীন দেশের নাগরিক, কিন্তু... ...বাকিটুকু পড়ুন
ইন্দিরা কেন ভারতীয় বাহিনীকে বাংলাদেশে দীর্ঘদিন রাখেনি?

কারণ, কোল্ডওয়ারের সেই যুগে (১৯৭১সাল ), আমেরিকা ও চীন পাকিস্তানের পক্ষে ছিলো; ইন্দিরা বাংলাদেশে সৈন্য রেখে বিশ্বের বড় শক্তিগুলোর সাথে বিতন্ডায় জড়াতে চাহেনি।
ব্লগে নতুন পাগলের উদ্ভব ঘটেছে;... ...বাকিটুকু পড়ুন
বন্ডাইর মত হত্যাকাণ্ড বন্ধে নেতানিয়াহুদের থামানো জরুরি...
বন্ডাইর মত হত্যাকাণ্ড বন্ধে নেতানিয়াহুদের থামানো জরুরি...

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সৈকত এলাকায় ইহুদিদের একটি ধর্মীয় অনুষ্ঠানে সমবেত মানুষের ওপর দুই অস্ত্রধারী সন্ত্রাসী অতর্কিতে গুলি চালিয়েছে। এতে... ...বাকিটুকু পড়ুন
আল্লাহ সর্বত্র বিরাজমাণ নন বলা কুফুরী

সূরাঃ ২ বাকারা, ২৫৫ নং আয়াতের অনুবাদ-
২৫৫। আল্লাহ, তিনি ব্যতীত কোন ইলাহ নেই।তিনি চিরঞ্জীব চির বিদ্যমাণ।তাঁকে তন্দ্রা অথবা নিদ্রা স্পর্শ করে না।আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সমস্তই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।