অথচ গত দুই রাতেই এরা রাতজুড়ে টক করল, দিনের পর দিন টকশো করে যাচ্ছে। তারা আজ সেমিনার করে বলছে তাদেরকে নাকি কথা বলতে দেয়া হচ্ছে না।
গত রাতে মাহাফুজউল্লাকে দেখলাম RTV
মচুয়া মতিয়ুর তো বাংলাভিষন ও চ্যানেল আই এর সঞ্চালক।
নুরুলকে নিয়মিত ETV, ইন্ডিপেন্ডেট, গতকালও দেখা গেছে বাংলাভিষনে।
দিলারা চৌধুরী, বদ ই উল আলম কে গত পড়শু দেখা গেছে ৭১ এ
মাদার োত পিচাস করিম ও আসিফ নজরুলকে প্রায়ই বিভিন্ন চ্যানেলে দেখা যাচ্ছে।
গত রাতেও রনি তৃতীয়মাত্রায়!
এর পরও নির্লজ্জ বেহায়ার মত সেমিনারও করে বলছে -
তাদেরকে নাকি 'টক' করতে দেয়া হচ্ছে না।
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





