কাল কঠোর আন্দলোন, ঢাকা অচল করে দেয়া হবে, টাইগারের বোতলে চুমুক দিয়ে।
কেন কি হইছে ..
বুঝেন না, মৌলিক অধিকারে ভ্যাট বসাইছে।
আপনে ১ টাকার ফিল্টার পানি বা ১৫ টাকার মিনারেলওয়াটার না খেয়ে ২৫ টাকার টাইগার খাচ্ছেন?
না, খুব ক্লান্ত ছিলামতো তাই খাচ্ছি।
এই টাইগার বোতল কিনতে দোকানদারকে ৪.৫০ টাকা ভ্যাট তো দিছেন।
এইটা বোতলে লেখা থাকে, কম্পানী দেয়।
জি না কম্পানি দেয় না আপনার ২৫ টাকার ভিতরে ৪টাকা পঞ্চাশ পয়শা ভ্যাট। আপনি দিছেন।
হ্যা দিছি, বাট শিক্ষা মৌলিক অধিকার। এখানে দিতে পারবোনা।
আপনার হাতের গ্যালাক্সি মোবাইল ২৫ হাজার, শুল্ক সহ, দাম দিতে সমস্যা হয় নাই। কল করতেছেন নেট চালাইতেছেন ১৮% vat+sd দিতেছেন, লাখ লাখ টাকা ভর্তি ফি, টিউশন ফি দিতেছেন, সরকারকে মাত্র ৭% টাকা দিবেন না?
আপনে বুঝেন না অযথা পেচাইতেছেন।
আচ্ছা, এই বছরের শুরুতে প্রাইভেট মেডিক্যালগুলো যখন সংগবদ্ধ হয়ে ভর্তি ফি ৭-৮ লাখ টাকা থেকে একলাফে ১১-১২ লাখ টাকা করল তখন আপনাদের আন্দলোন কোথায় ছিল?
ফুটপাতে পলিথিনের উপর ঘুমানো হতদরিদ্র মহিলাটিও পাউরুটি কিনতে ৩টাকা ভ্যাট দেয়।
দেখুন, আমরা ১ পয়শাও ভ্যাট দিবনা। দরকার হলে দেহ দিবো। প্রয়জনে মন সহ দেহ দিবো।
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



