
রিটার "সাইট ইন্টেলিজেন্স" কি হাবিজাবি বালছাল থাকে আমার তাতে আমার আগ্রহ নেই,
কিন্তু রিটা কাৎজ সয়ং যখন বাংলাদেশের সামান্য কিছু ঘটনা নিয়ে গুনে গুনে ৮ বার একক ভাবে বাংলাদেশ কে নিয়ে টুইট করে, আইএস জরিত অযুহাত বের করে, যুক্তি খুজে দেয়, তখন সেটা চিন্তার কথা।
হোসেনি দালান শিয়া মিছিলে বোমা হামলার খবর শোনার পর থেকে অপেক্ষায় ছিলাম ব্লাডি রিটা কাৎজ কি বলে। বার বার চোখ রাখছিলাম টুইটারে। জানি দায় স্বীকার করলে তো আইএস বাংলাদেশে না জানিয়ে এই খাঙ্কি রিটাকেই আগে জানায়!
বিম্পি জামাতের মিলিয়ন ডলারের ভাড়াটে লবিষ্টরা এন্টি বাংলাদেশ প্রপাগান্ডার অংশ হিসেবে রিটাকে টাকার বিনিময়ে ব্যাবহার করছে। নইলে তার কি ঠ্যাকা পরেছে ঢাকার কোন চিপা গলিতে দুইটা না ৩টা পটকা ফুটেছে এইসব নিয়ে গুতাগুতি করার। যেখানে সৌদি শিয়া মসজিদে গত মাসে জোড়া আত্নঘাতি বোমা হামলায় ৯০জন নিহত হয়েছিল, রক্তেলাল হয়ে গেছিল মসজিদের মেঝে। পাকিস্তানে প্রতি শুক্রবারই মসজিদে বোমাহামলায় শত শত লাশ হচ্ছে। সেসব নিয়ে তো রিটার ৮বার দূরে থাক একবারও ব্যক্তিগত টুইট করতে দেখা যায় না।
শুয়োরের বাচ্চারা আমাদের দেশটাকে অনিরাপদ প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে। যে করেই হউক তাদের প্রমাণ করতেই হবে যে এই দেশে তাদের স্বজাতি আল-কায়দার জারজ সন্তান আইএস নামদারী কুকুরদের জন্ম হয়ে গেছে।
তা বিশ্ববাসীকে গুলে খাওয়াতে পারলে কাদের লাভ তা সহজেই অনুমেয়।
এদেশে শিয়া-সু্ন্নির মধ্যে এমন কোন বিভেদ-আক্রোশ ছিলনা যার ফলে সুন্নি সম্প্রদায়ের কেউ শিয়া সম্প্রদায়ের উপর বোমা হামলা করবে। এটা অবস্যই রাজনৈতিক ভাবে আয়োজিত ও সংগঠিত পরিকল্পিত ঘটনা।
মধ্যপ্রাচ্যে ও পাকিস্তানে এসব ঘোষনা দিয়েই এসব বোমাবাজি হয়। বুক ফুলিয়ে বলে আমরাই করেছি।
সৌদি-ইয়ামেনে তো এই ইশু নিয়ে কামান বিমান নিয়ে যুদ্ধই চলছে।
বাংলাদেশে মাজার বিরোধী, পির বিরোধী কট্টর শিয়া বিরোধী হিসেবে আছে একটি গোষ্ঠিই, সবাই জানে সেটা ওহাবি আদর্শে "মাউদুদিবাদি" জামাত।
এরা বা এদের জেহাদি সমর্থকরা কদিন আগে হত্যা করেছে পির খিজির খানকে। তার আগেও এধরনের কয়েকজন ভিন্নমতাবলম্বি হুজুরদের জবাই করেছে।
এখন এককাঠি বাড়িয়ে একটা মাঝারি বোমাহামলা হলো। এরপর এরা পাকি স্টাইলে বড় বোমাহামলা করবে। নিশ্চিত থাকেন।
আর প্রচারনার জন্য রিটারাও টুইট চালিয়ে যাবে যতদিন ডলার সাপ্লাই থাকে।
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


