সাম্প্রতিক সময়ের কথা সাহিত্যিক হরিশংকর জলদাস এর উপন্যাস। লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সহধর্মিনী মৃণালিনীর জীবন গাথা নিয়ে উপন্যাস। এবারের বই মেলায় বইটি প্রকাশ করেছে প্রথমা।
আমি অবশ্য উপন্যাসটি ঈদ সংখা অন্যদিন এ আগেই পড়েছি।অত্যন্ত সাবলীল ভাষায় ভবতারিনীর মৃনালিনী হয়ে উঠার গল্প লেখক বলে গেছেন। আবার সে হয়ে গেছে সরোজিনী। বিয়ে থেকে মৃত্যু পর্যন্ত কবিপত্নীর জীবন কাহিনীর মাঝে চলে এসেছে ঠাকুর পরিবারের অন্তপুরের বিচিত্র কাহিনী। আপনি ধরে নিতে পারেন, সুনীল এর "প্রথম আলো " ধাঁচের লেখা। তবে লেখক (অন্তত অন্যদিন এ) কোনো রেফারেন্স এর কথা বলেননি। যেমনটা আছে সুনীল এর বই এ।
কে যেন একবার লিখেছিল যে, হুমায়ুন আহমেদ কে গালি না দিলে বাংলাদেশ এর লেখকরা নিজেদের বড় প্রমান করতে পারেন না। এই লেখাটিতে ঠাকুর পরিবারটিকে সার্ফ এক্সেল দিয়ে ধোওয়া হইছে।
আমি আর বলে আপনাদের পড়ার আনন্দ নষ্ট করবো না। নিজেরাই পড়ে নিন। হ্যাপি রিডিং !!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




