নিচের নিউজটা পড়ুন এবং একটি প্রশ্নের জবাব দিন ( মেয়েরা অশালীন পোষাক পরে তাই ছেলেরা তাদের টিজ করে এই মতবাদে যারা বিশ্বাসী)
ইভ টিজিংয়ের শিকার মেয়েলাঞ্ছিত অপমানিত বাবা নিখোঁজ
[link|http://dailykalerkantho.com/?view=details&type=gold&data=Soccer&pub_no=286&cat_id=1&menu_id=13&news_type_id=1&index=10]
সিলেটে মেয়েকে ইভ টিজিংয়ের প্রতিবাদ ও বিচার চাওয়ায় এক বৃদ্ধ বাবাকে মারধর, গায়ের জামা খুলে গলায় জুতার মালা পরিয়ে সারা গ্রাম ঘুরিয়েছে বখাটে ও তাদের অভিভাবকরা। গত শুক্রবার দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের ডুংশ্রী গ্রামে এ ঘটনা ঘটে। ওই ঘটনার পর থেকে মেয়ের বাবা মুজিবুর রহমান হাব্বান (৭০) নিখোঁজ রয়েছেন।
বখাটেরা মুজিবুর রহমানকে অপমান করে শেষ পর্যন্ত খুন অথবা অপহরণ করেছে বলে অভিযোগ করেছেন তাঁর পরিবারের সদস্যরা। তবে স্থানীয়দের ধারণা, অপমান সইতে না পেরে মুজিবুর রহমান হয়তো আত্মহত্যা করেছেন। মুজিবুর রহমানের স্ত্রী হাওয়ারুন নেছা বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় একটি এজাহার দিয়েছেন। তবে পুলিশ গতকাল শনিবার রাত ৯টা পর্যন্ত নিখোঁজ ব্যক্তির সন্ধান পায়নি। ফলে ওই পরিবারটি এখন চরম দুশ্চিন্তা ও নিরাপত্তাহীনতায় ভুগছে। ..............।
এজাহারের বিবরণে জানা যায়, ডুংশ্রী গ্রামের মুজিবুর রহমানের মেয়ে জালালপুর কামিল মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের ছাত্রী তাসলিমা বেগমকে মাদ্রাসায় যাওয়া-আসার পথে গ্রামের কয়েকজন বখাটে উত্ত্যক্ত করত। তাসলিমার বাবা মুজিবুর রহমান ও ভাই আব্দুল্লাহ এর প্রতিবাদ করলে বখাটেরা ক্ষেপে যায়। তারা প্রতিবাদী বাবা ও ছেলেকে বিভিন্নভাবে হুমকি-ধমকি ও ভয়ভীতি দেখিয়ে আসছিল। এ ঘটনায় মুজিবুর রহমান গ্রামবাসী, স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং উপজেলা চেয়ারম্যানের কাছে বিচার চাইলে তাঁরা বিষয়টি দেখবে বলে আশ্বাস দেন। গ্রামের কিছুসংখ্যক লোক যারা অভিযুক্ত বখাটেদের অভিভাবক তারা বিষয়টি নিয়ে কিছুদিন আগে একটি সালিস বৈঠকে বসে। এক পর্যায়ে বৃদ্ধ মুজিবুর রহমানকে সাদা কাগজে সই করতে বলে, কিন্তু তিনি তা করেননি। এতে তারা ক্ষিপ্ত হয় এবং বিচারের রায় মানছেন না অভিযোগ করে তাঁকে দোষী সাব্যস্ত করে। এরপর থেকে বখাটে ও কথিত বিচারকরা তাঁকে গ্রাম ছাড়া করার হুমকি দিয়ে আসছিল।
এদিকে বিচারকদের এমন সিদ্ধান্তের পর বখাটেরা আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা মুজিবুরকে প্রাণে মারার অথবা গ্রামছাড়া করার এবং তাসলিমাকে উঠিয়ে নেওয়ার হুমকি দেয়। এ অবস্থায় গত শুক্রবার রাতে মুজিবুর রহমান ও ছেলে আব্দুল্লাহ স্থানীয় বৈরাগী বাজার থেকে বাড়ি ফেরার পথে বখাটেরা তাঁদের ওপর হামলা চালায় এবং বৃদ্ধ মুজিবুর রহমানকে জুতার মালা পরিয়ে গ্রামে ঘোরায়। এর পর থেকে মুজিবুর রহমানকে পাওয়া যাচ্ছে না।
ঘটনার পর থেকে পুলিশ ও মুজিবুর রহমানের স্বজনরা তাঁকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও কোনো সন্ধান পাননি। অন্যদিকে বখাটে ও সন্ত্রাসীরা নিখোঁজ ব্যক্তির পরিবারের সদস্যদের প্রাণনাশসহ বিভিন্ন ধরনের হুমকি দিয়ে যাচ্ছে।
কালের কন্ঠ রবিবার, ৪ আশ্বিন ১৪১৭, ৯ শাওয়াল ১৪৩১, ১৯ সেপ্টেম্বর ২০১
আরো আছে :
দিনে বাবাকে পিটিয়ে রাতে মেয়েকে অপহরণ
দিনে বাবাকে পিটিয়ে রাতে মেয়েকে অপহরণ
আরো বাকী
বগুড়ায় প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীরাও ইভ টিজিংয়ের শিকার
বগুড়ায় প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীরাও ইভ টিজিংয়ের শিকার
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






