আমেরিকার ওয়াশিংটন ডিসির ব্যস্ত রাস্তায় এক পাগলা কুকুর যাকে পাচ্ছে তাকেই কামড় দিচ্ছে...হঠাৎ কুকুর টি এক বাচ্চা মেয়ের দিকে দৌড়ে গেলো কামড় দেবার জন্য... বাচ্চাটা তখন ভয়ে চিৎকার করা শুরু করল...
ঠিক এমন সময়, এক সুঠাম দেহি যুবক সাহসিকতার সাথে কুকুরটির কাছ থেকে ঐ নিরীহ বাচ্চাকে বাঁচালো!! উপস্হিত সবাই যুবকের অনেক প্রশংসা করলো!! এক সাংবাদিক ছুটে এসে যুবকটিকে বললো ," আপনার সাহস আমাদের জন্য অণুপ্রেরনার মত!! সুতরাং কালকে নিউজ করবো যে, “আমেরিকান সাহসী যুবক কতৃর্ক শিশুর প্রাণ রক্ষা” ... যুবকটি তখন বললো যে, “ আমি আমেরিকান না , আমি ফিলিস্তানি . . ! এবং আমরা জন্ম থেকেই কুকুরদের সাথেই যুদ্ধ করে আসছি(!!)”
তৎক্ষনাত ব্রেকিং নিউজ, “ মুসলমান টেরোরিষ্টদের হাত থেকে অবুঝ পশুরাও রক্ষা পাচ্ছেনা!! ব্যস্ত সড়কে খুন হলো এক কুকুর!!”
আমাদের নাফিস ও ধরণের চক্রান্তের স্বীকার , আর হুজুগে বাঙালিরা না জেনে না বুঝে নাফিসকে দোষ দিচ্ছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




