ভাইরে, আমার ফাটা কপাল। ব্ল্যাকে টিকেট কাইট্টা ঢুকছিলাম। তয় কিছুক্ষন পর, ছাইড়া দে মা কাইন্দা বাচি অবস্থা। এই ছবিতে নায়কের যে ক্ষমতা, তা ভাই জেমস বন্ডরে পাছে ফালাইয়া দিব। ছবিতে এত গুলাগুলি, তয় গুলির কোন ক্ষমতা নাই, নায়ক পলাইল ফিরিজের পিছনে, কোবরা সাহেব শট গান দিয়ে গুলি করলো, ফিরিজের শইল্লেও লাগল, মাগার ফিরিজের কোন ক্ষতি হইলো না...... অবাক কান্ড, নায়ক বাবাজির শরীলে একটাও গুলি লাগেনা, অবশ্য শেষে ঠ্যাঙ্গে একখান লাগছিল।। কিছুক্ষন চলার পর দেখি চক্ষু আমার লাফালাফি করিতেছে। কাহিনি কোথা হইতে কোথা দৌড় পারে বুঝিতে বড়ই কষ্ট হয়তাছিল, আমার কি দোষ, পত্রিকায় বিজ্ঞাপণ দেখি, দেয়ালে বিশাল বিশাল পোস্টার, হলিউডের লাহান নাকি এই ছবি। মাশাল্লাহ, ......সেইদিন আর বেশি দুরে নাই, আমাদের দেশের পরিচালক ইতালি, আমেরিকার অভিনেতা বাদ দিয়া শনি গ্রহের অভিনেতা নিয়া ছবি বানাইবো, । ছবি দেখার পর থেইক্কা আমার মাথা ঘুরাইতাছে.......
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০১০ রাত ১২:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




