বাংলাদেশের তাপমাত্রা দিনকে দিন রুক্ষতর হচ্ছে। শীতের দিনে তীব্র শীত আবার গরমের দিনে তীব্র গরম। শীতের দিনে তবুও লেপ/কম্বলে ঢুকে পড়লে রাত পাড়ি দেয়া যায় কিন্তু গরমের দিনে পোহাতে হয় যন্ত্রনা। প্রচন্ড গরমে ফ্যানের বাতাস যেমন গায়ে লাগে না তেমনি যেটুকু লাগে তাও গরম বাতাস। ফলে কষ্ট আরো বেড়ে যায়। যাদের এসি কেনার সাধ্য আছে তাদের কথা আলাদা কিন্তু সাধ্যের বাইরে গিয়ে এসি কিনলেও রয়েছে হাজারো ঝামেলা। যেমন বিদ্যুত বিল, বিদ্যুত অফিসের পারমিশন আবার আমরা যারা ভাড়া বাসায় থাকি সেখানে এসি সেট করা যেমন ঝামেলা তেমনি বাসা পরিবর্তন করলে আরেক ঝামেলা। এমনি হাজারো ভিড়ে কি তাহলে রাতে একটু শান্তি করে ঘুমানো যাবে না?
কেন যাবে না??? আমাদের জন্য আছে মেইড ইন চায়না

এয়ার কুলার দিচ্ছে আপনার সাধ্যের মধ্যে শান্তিতে ঘুমানোর নিশ্চয়তা। এই এয়ারকুলার গুলো ঠান্ডা পানি/বরফ দিয়ে ঘর ঠান্ডা করে। বিদ্যুত খরচ মাত্র ৮০ ওয়াট থেকে শুরু। দামও মাত্র ৮০০০ টাকা থেকে শুরু। পোর্টেবল বলে যে কোন ঘরে সহজেই নেয়া যায়। আপনি যেখানে এয়ার কুলার সেখানে

ঝামেলা একটাই ঠান্ডা পানি/বরফ দিয়ে ঘর ঠান্ডা হলে ঘরে কিছুটা আদ্রতা বেড়ে যাবে। এজমা রোগীদের সমস্যা হতে পারে।
আমি যা বললাম সবই ছবি দেখে মিষ্টির স্বাদ নেয়ার মতো। কেউ ব্যবহার করে থাকলে মতামত দিয়ে বাধিত করবেন।
এয়ারকুলারের দাম জানতে ঢু মারুন
Click This Link