.
.
ইদানিং একটা বদ অভ্যাস হইছে। সকাল বেলা ইন্টারনেটে বইসাই একটা না একটা টপিক নিয়া খুজা শুরু করি। তার পর কখন যে টপিক বদলাইয়া অন্য টপিকে চইলা যাই তা আর জানতে পারি না।
ইদানিং সমস্যাটা আর ও প্রকট হইতাছে। একটি উদাহরণ দেই আজকের ..
সকাল বেলা কম্পিউটার টা খুইল্য যেই বইছি সাথে সাথে মনে হইলো একটা কবিতাটাইপ কিছু ছোটবেলা পড়ছিলাম।
"লাল ঝুটি কাকাতুয়া ধরেছে যে বায়না
চাই তার লাল ফিতে চিরুণী আর আয়না।"
যথারীতি খুজতে শুরু করলাম লালঝুটি কাকতুয়ারে ইন্টারনেটে। পাতার পর পাতা উল্টাইয়া যাই হরেক রকম কাকাতুয়ার ছবি আইসা চোখের সামনে উপস্থিত হয়। কিন্ত লালঝুটি কাকাতুয়া দেখা আর পাইনা। এখন পর্যন্ত পাই নাই। কেউ পেলে আমাকে দিস। একবার একটা লিংক পাইলাম লালঝুটি কাকাতুয়া গানের
Click This Link
তারপর ঘুরতে ঘুরতে আইসা দেখলাম এইটা
কি বলিস
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




