তোর বুক থেকে দুই হাত দিয়ে মুছে দেবো স্মৃতিগুলো,
ছড়ানো ছিটানো এদিক ওদিক সব নস্টালজিয়া ধুলো।
কিংবা রমনা, বৈশাখী বেলা টিএসসি চত্বরে
ঝালমুড়ি আর চোখাচোখি দিন আষাঢ়ের ঝরঝরে।
তোর মন থেকে খুব অনিমেখে তুলে নিয়ে যাবো স্মৃতি,
ফাগুনের দিন, উদাস পবন মন ভোলানিয়া গীতি।
হিম হিম শীত কুয়াশার ভোরে পিকনিকে ছোটা বাস,
তোর কাঁধে রাখা আমার মাথাতে তোর ফেলে যাওয়া শ্বাস।
তোর প্রাণ থেকে ভোলাবো সে গান যেই গান আমি গাই
তোর পরানেতে এই প্রাণ দিয়ে রাখী বেঁধে দিয়ে যাই
বেঁধে দেওয়া সেই অদৃশ্য রাখি খুলে নেবো সযতনে
বিন্দু কিছুই থাকবেনা দাগ তোর ভুলে যাওয়া মনে।
তোর চোখ থেকে খুব আদরেতে ধুয়ে দেবো স্মৃতিগুলো
এক সন্ধ্যায় আমার অধর যেই চোখ ছুঁয়েছিলো।
স্মৃতিরা যখন থাকবেনা আর তুই হবি স্মৃতিহারা
দুঃখ বেদনা কিছুই রবেনা তুই রবি দিশাহারা।
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০২০ রাত ২:৫৯