এই কবিতাটা তোকে নিয়ে লেখা তাই
আমার ছোঁয়া, থাকুক এই কবিতায়।
নিজ হাতে লেখা ছোট ছোট অক্ষরে
ভালোবাসাটুকু বুনে আমি দিয়ে যাই।
স্মৃতি হয়ে থাক এই অবেলার ক্ষন,
মিঠে কড়া রোদ অভিমান ভরা মন।
রাগে অনুরাগে অকারন হেলা ফেলা
তোর আর আমার রোজকার এই খেলা।
উদাসী দুপুর, নির্ঘুম তোর রাত
ফিসফিসে স্বর, জানানোর সুপ্রভাত।
ক্লান্ত কপাল পরশের শীতলতা
এই লেখাগুলো জানাবে সেই বারতা।
একদিন ঠিক পড়ে যাবে তোর মনে
একটি ডাহুকী একাকী সংগোপনে
ডাহুকের সাথে ছিলো তার চপলতা।
কারণ অকারনে অবিরল কথকতা।
সেইদিন তুই একা বসে নিরালাতে
তুলে নিস এই কবিতার পাতা হাতে।
আমি সেইক্ষনে কোথায় কেই বা জানে
জেনে যাবি তুই, এই কবিতার মানে।
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০২০ রাত ৩:০৩