একটি টেকনিক্যাল ভুল ধারনা সংশোধনে এই পোস্ট। যে পোস্টে সবার ভুল ধারনা ছিলো সেটি এখানে -
বারকোড তৈরি করুন আপনার নিজের নামে !!!
Barcode:
পন্য-সম্পর্কিত অপটিক্যাল মেশিনে রিডেবল ডাটা যা বার (দন্ড) আকৃতি স্বদৃশ তাকে Barcode বলে। এখানে বারের প্রস্থ এবং একটির মাঝে অপরটির দুরত্ব দ্বারা ডাটা সংরক্ষিত হয়ে থাকে।
somewhereinblog
2D Barcode:
ডট, স্কয়ার, হেক্সাগন এবং অন্যান্য জ্যামিতিক আকৃতির সমন্বয়ে 2D Barcode তৈরী করা হয়ে থাকে।
![]()
High Capacity Color Barcode of the URL for Wikipedia's article on High Capacity Color Barcode
QR Code:
১৯৯৪ সালে জাপানে উদ্ভাবিত দ্বিমাত্রিক বারকোড কে QR Code বলে। এটি এখন মোবাইলে জনপ্রিয় একটি কোড যার স্বত্ব উন্মুক্ত করে দিয়েছে জাপানী উদ্ভাবক কোম্পানী Denso-Wave। গুগল QR Code কে প্রোমোট করছে এর উন্মুক্ত স্বত্বাধীকারের জন্য।
mohymen
QR Code কিভাবে কাজ করে:
জেনারেশন প্রসেসে দুটি ভাগ আছে। ডাটা এবং ইমেজ। ডাটাবেজে বাইনারী বা কম্পাইলড এ্যারে ম্যাপ থাকে। কিভাবে কোন ক্যারেকটারকে রিপ্রেজেন্টেশন করতে হবে। আর ইমেজে প্যাটার্নের ছক গুলো থাকে টেমপ্লেট হিসেবে ব্যবহারের জন্য, যার উপর ভিত্তি করে নতুন ইমেজ তৈরী হয়।
QR Code Reader:
আপনি আপনার মোবাইল ফোনকে (এটলিস্ট নকিয়া ৩১০০ বা সমমানের হয়ে থাকে যেখানে জাভা বা সিমবিয়ান অপারেটিং সিস্টেম আছে) একটি সফটওয়্যারের মাধ্যমে রিডারে কনভার্ট করতে পারবেন। টি-শার্ট, ব্যানার, ওয়েবে, যেখানেই QR Code দেখবেন, সাথে সাথে স্ক্যান করে ডাটা রিড করতে পারবেন। কি একটু থ্রিল মনে হচ্ছে না! চলুন একটা সফটওয়ার নামাই। আপনি গুগলিং করলে অনেক সফট্ওয়্যারই পাবেন। আমরা এখানে একটা করে রেফারেন্স ধরে এগিয়ে যাই।
http://get.beetagg.com/
ব্রাউজ করুন আপনার মোবাইল ফোন দিয়ে এবং সফটওয়্যার সেটআপ করে নিন আপনার মোবাইলে। ব্যস হয়ে গেল আপনার মোবাইল - QR Code Reader।
QR Code Generator:
আপনি গুগলিং করলে অনেক কোড জেনারেটর সাইট পাবেন। তবে আমি একটা স্ক্রীপ্ট কাস্টম করেছিলাম বছর খানেক আগে। যেখানে আপনি ভি-কার্ড (আরেকটি এ্যাপলিক্যাশন) কে QR Code এ কনভার্ট করতে পারবেন। ওটার লিংক আমি পরে দিয়ে যাবো। কিন্তু এখন আমি আপনাদের আরেকটি লিংক দিচ্ছি, আপনার আপনাদের নাম, ইমেইলের QR Code জেনারেট করে ব্যবহার করে দেখতে পারেন।
http://apps.kernelbd.com/qr-code/
[Thank you]
রেফারেন্স:
Barcode
QR Code
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




