দূর অজানার মধু বাতাসের মৃদু পরশনে
ভুলে যাওয়া জীবন দুখের শ্রেষ্ঠ স্মৃতিগুলোও
পুনশ্চ হৃদয়ের মনিকোঠায় উঁকি মেরে যায়
উদাস হয়ে বসে থেকে ভাবনাগুলোকে কেবল
ক্ষাণিক আওড়ানো আর আবোল-তাবোল কিছু লেখালেখি ছাড়া
আর সকল কাজই তখন বড় বেশি
অপ্রয়োজনীয় আর অনাকাঙ্ক্ষিত মনে হয়
মনে হয় এই যে নিরবধি বেঁচে থাকা তা সম্পূর্ণটাই অর্থহীন
ভাবনার অন্তরালে ভাবনাগুলো ভাবতে ভাবতে হঠাৎ
মনটাকে ছিঁড়ে ফেলতে ইচ্ছে হয়
ইচ্ছে হয় সমস্ত শক্তি দিয়ে ভিতরটাকে শেষ করে দিতে
চিরতরে তছনছ করে দিতে
আমার যদি ক্ষমতা থাকত তবে তাই করতাম
স্মৃতি নামক পাখিটাকে প্রচন্ড আঘাতে ধ্বংস করে দিতাম
কিন্তু তা আমি পারিনা
আমার আমিটা যে পুরোপুরিই অক্ষমতায় ভরা
আমি কেবলই ব্যর্থতার দায়ভারে নুঁয়ে পড়া এক নিসার যুবক
ব্যর্থতার শিকলে আত্মসমর্পণ ছাড়া আর কোন ক্ষমতাই
বিশ্বভ্রম্মান্ডের মালিক আমায় দেন নি
চূড়ান্ত অক্ষমতার মাটি দিয়েই আমার সৃষ্টি
দুঃখের চরম সাধ আর গন্ধ গ্রহণের জন্যই আমার জন্ম
সেই ছেলেবেলা থেকে কষ্টের যে বোঝাটা বয়ে বেড়াচ্ছি
তা দিন কে দিন কেবল ভারি হয়েছে
ভারি হতে হতে সেই বোঝাটা একটা সময় এসে
বহনের সম্পূর্ণ অযোগ্য হয়ে উঠেছিল
কষ্টের প্রচন্ড ভারে নুয়ে পড়া আমি
যখন আর চলতে পারছিলামনা ঠিক তখনই তোমার দেখা
জানিনা কি হল আমার
কোথায় গেল সেই প্রচন্ড বোঝাটা
কোথায় গেল কষ্টের সেই বিষমাখা ব্যথাগুলো
এক নিমেষে সব উধাও
মনে হল, আজন্ম যার জন্য অপেক্ষায় কেটেছে
শত কষ্টের মাঝেও যাকে দেখা তিয়াসে মন সারাক্ষণ কেঁদেছে
এইতো সেই নারী..
এইতো সেই দেবী প্রেমের ঈশ্বরী
যাকে মনের ফুলে পূঁজো দিয়ে আসছি নিরবধি
সেই অনাদিকালেরও আগে থেকে
পৃথিবীর সমস্ত সুখগুলো আমার নখের সামনে হাজির
স্বর্গের সমস্ত শান্তি আজ আমারই চারিধারে বিরাজমান
দুঃখের নিঃস্ব ফকির থেকে আজ আমি চির সুখের সম্রাট
যাবতীয় আনন্দের ফুলমালিকা আর সুরভিত সৌরভমাঝে
সুখের সুললিত কন্ঠের তান আমারই জন্য বাঁজে
তোমাকে পেয়েছি তাই সব পেয়েছি
হৃদয়ের সমস্ত ভালবাসায় ভালবাসি তোমায়
তুমি আমার শুধুই আমার
তুমিই আমার জীবনের সর্বশ্রেষ্ঠ উপাখ্যান
তোমার আমার এই যে প্রেম তা
সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রেম।
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০০৯ রাত ১১:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


