জেডা, দোয়া করি সুখি হও। সুখ সমুদ্র জলে ভেজা থাকুক তোমার সারাটি জীবন। সুন্দর থাকো, সুস্থ থাকো, শান্তিতে থাকো সবসময়।
......... জেডার আসল নাম মোহাম্মদ জাকারিয়া। জেডার আসল নাম জানার পরে জেডাকে দেখলেই বিশ্ববিখ্যাত বিজ্ঞায়ানী জাকারিয়া স্যারের কথা মনে পড়ে যায়, আর দু'চোখ বেয়ে বেয়ে জলের অবিরাম ধারা ঝরতে থাকে। জাকারিয়া স্যার, মনে পড়ে তোমাকে, যেথায় আছো, যেমন আছো.. পত্র দিও
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১১ রাত ২:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






