somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পহেলা বৈশাখের বিশেষ আয়োজন -আস্তিক নাস্তিক ক্রিকেট ম্যাচ |

১৪ ই এপ্রিল, ২০১২ দুপুর ২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুভ নববর্ষ |

বৈশাখের এই রৌদ্র উজ্বল দিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ হতে আপনাদের স্বাগতম |কদিন আগে ব্লগার পারভেজ এইখানে বিবাহের অনুষ্ঠান সম্পন্ন করেন |তখন জাহাঙ্গীরনগরের শ্যামল পরিবেশ তাকে মুগ্ধ করে |পরে যখন আস্তিক-নাস্তিক ক্রিকেট ম্যাচ এর ভেনু নিয়ে আলোচনা হচ্ছিল তখন তিনি ভেনু হিসেবে জাহাঙ্গীরনগরকে শক্তভাবে উত্থাপন করেন |


এর পক্ষে তিনি বিভিন্ন যুক্তি দিলেও তার মনের গোপন ইচ্ছা হচ্ছে শশুর বাড়ির সন্নিকটে এই মাঠে তিনি ছুটির দিনে বৌএর সাথে অনেক সময় কাটিয়ে শশুর পক্ষের স্বজনদের নিয়ে অল্প সময়ে মাঠে উপস্থিত হতে পারবেন | তার যুক্তির মোহজালে ফেসে গিয়ে আজকের ভেনুতে উপস্থিত হতে গিয়ে যে সময় বা শ্রম দিতে হলো তার জন্য জরিমানা সরূপ রাতের খাওয়া উপলক্ষে উনার শশুর বাড়িতে হামলা চালানো যায় কি না এই নিয়ে উপস্থিত ব্লগারদের মধ্যে ফিসফাস আলোচনা চলছে |

প্রথমেই দুই দলের স্পন্সর নির্ধারণ | বিশিষ্ট ব্যবসায়ী ব্লগার জুলভার্ন আস্তিক ব্লগারদের স্পন্সর হতে আগ্রহ প্রকাশ করেছেন | নাস্তিকদের পক্ষে প্রথমে কোনো আগ্রহী স্পন্সর না পাওয়া গেলেও পরে কোনো কোনো নাস্তিক ব্লগারের সাথে ব্যক্তিগত উষ্ণ সম্পর্কের কারণে ব্লগার জিশান শা ইকরাম নাস্তিকদের স্পন্সর করতে রাজি হয়েছেন |

এরপর দলনেতা নির্বাচন | আস্তিক ব্লগারদের অধিনায়ক নির্বাচিত হয়েছেন ব্লগার দ্বাসত্ব | সহ-অধিনায়ক কর্নেল সামুরাই |নাস্তিকদের পক্ষ হতে প্রথমে অধিনায়ক হিসেবে ব্লগার আসিফ মহিউদ্দিনের নাম দেয়া হলেও সাংবাদিক সম্মেলনে ভেনু , পিচ , স্কোর সম্পর্কিত প্রতিটি প্রশ্নের উত্তরে তিনি ইসলাম ও মুসলমানদের নানা ষড়যন্ত্রের আভাস পেতে থাকেন | এমনকি বৃষ্টি হলে ডার্ক ওয়ার্থ লুইস পদ্ধতির ব্যবহার নিয়ে তাকে প্রশ্ন করা হলে এতেও তিনি ইসলামী গন্ধ পেলে খেলার সুন্দর পরিবেশের স্বার্থে তাকে পদচুত করা হয় এবং কঠোরভাবে বলা হয় যাতে খেলা নিয়ে কোনো মন্তব্য করা নিষেধ | সাথে সাথে তার মাথায় ঘুরপাক খেতে শুরু করে 'নাস্তিকের হাতে লঙ্ঘিত বাকস্বাধীনতা' নামের আর একটি ব্লগ গরম পোস্ট বাসায় ফিরেই প্রসব করতে হবে |


পরবর্তিত নতুন অধিনায়ক নির্বাচিত হন পারভেজ আলম | সহ অধিনায়ক রুদ্রপ্রতাপ |

এর পর দল নির্বাচন |আস্তিক দলের খেলোয়াড় হলেন দ্বাসত্ব (অধিনায়ক ), কর্নেল সামুরাই ( সহ-অধিনায়ক ), প্রজন্ম ৮৬, দেশী পোলা , জাতির নানা , ইশতিয়াক আহমেদ চয়ন , নষ্ট কবি ,শিপু ভাই, মাহমুদুল হাসান কায়রো, এস্কিমো , নরাধম | নাস্তিকদলের খেলোয়াড়রা হলেন পারভেজ আলম ( অধিনায়ক ) , রুদ্রপ্রতাপ ( সহ-অধিনায়ক ) , আসিফ মহিউদ্দিন, সবাক, শয়তান , রাজ সোহান,কমুনা , দাড়িপাল্লা , আইজাক _নিউটন , বীরেনদ্র,চ্যাংড়া|

আম্পায়ার হিসেবে আছেন ব্লগ মডারেশন প্যানেলের পক্ষ থেকে মডু ১ ও মডু ২ | তবে কোনো গোলমাল হলে মাইর একটাও মাটিত পড়বেনা এই আশঙ্কায় তারা মুখোশ পরে মাঠে নামবেন |

প্রথমেই টস | টস করার জন্য মাঠের মাঝখানে আম্পায়ার সহ উভয় দলের অধিনায়ক উপস্থিত | টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন নাস্তিক দলের পারভেজ |

গ্যালারিতে সাজ সাজ রব | উভয় দলের সমর্থকেরা বাজনা বাজিয়ে নিজ নিজ দলকে উত্সাহ যোগাচ্ছেন | ব্লগার চানাচুর ও গরম চা নিজ নিজ স্টলে ধুমাইয়া ব্যবসা করছেন |


কমেন্ট্রি বক্সে আছেন ব্লগার রাইসুল জুহালা আর আমি নিজে | নাস্তিক দলের দুই ব্যাটসম্যান প্রস্তুতি নিচ্ছেন | ব্লগার বেইমান আমি ও সাকিন উল আলম ইভান এর মধ্যে হঠাথ করে হাত হাতি শুরু হয়ে গেল | আসিফের দুই পায়ের চিপায় কে এই এবডমিনাল গার্ড পরিয়ে দেবে এই নিয়ে দুইজনের মাঝে কথা কাটাকাটির শুরু |


পরিশেষে নতুন ব্লগার জেনারেশন সুপারস্টার এই দায়িত্ব পালনের সুযোগ পেলেন | দায়িত্ব পালনের পর এক ধরনের ঘোর তার চোখে মুখে পরিলক্ষিত হচ্ছিল | তাকে এর কারণ জিজ্ঞাস করা হলে তিনি বলেন - আমি ঐটা এত কাছ থেকে দেখেছি , ধরেছি |আমি ধন্য | আমার জীবনে আমি কোনো বড় মানুষের এত ছোট কিন্তু কিউট জিনিস দেখিনি |

আস্তিক দলের ফিল্ডার রা নিজ নিজ পজিশনে অবস্থান নিয়েছেন | প্রথমে বল করবেন লম্বা চুলের অধিকারী পেসার প্রজন্ম ৮৬ |নিজ মার্কে গিয়ে তিনি স্ট্রেচিং করে নিচ্ছেন | তাকে ফেস করবেন ব্লগার আসিফ মহিউদ্দিন |আম্পায়ারের ইশারার সাথে সাথে প্রজন্ম ৮৬ বল করার জন্য দৌড় শুরু করলেন | আম্পায়ার কে অতিক্রম করে বল করলেন | প্রথম বলটাই বাউন্সার | তীব্র বেগে ছুটে আসা বল লাফিয়ে এসে আঘাত করলো আসিফের মাথার হেলমেটে | হেলমেটে লেগে বল তীব্র গতিতে বল ছুটে চলছে সীমানার দিকে | বলের পেছনে ছুটছেন কর্নেল সামুরাই | কিন্তু বল কর্নেল সামুরাই কে পেছনে ফেলে সীমানার বাইরে | এদিকে বাউন্সারে বেসামাল আসিফ এর হেলমেট ছিটকে পড়ে উইকেটের উপর |হিট উইকেট |



আসিফ তীব্রভাবে দাবী জানায় বাউন্সার টিকে নো-বল ঘোষনার জন্য |আর প্রজন্মের দাবী আসিফ আউট | আম্পায়ার উভয় সংকটে | উভয় গ্যালারিতে পরস্পরকে লক্ষ্য করে তীব্র গালিগালাজ আর বোতল নিক্ষেপ চলছে | এদিকে কর্নেল সামুরাই জানান বল মাঠের পাশের ময়লা ড্রেনে এমনভাবে ডুবে গিয়েছে যে তার পক্ষে বল উঠানো সম্ভব নয় | আসিফের যুক্তি , যেহেতু প্রজন্ম৮৬ বাজে বল করেছে তাই বল তুলে আনার দায়িত্ব তার | আর প্রজন্ম ৮৬ এর যুক্তি যেহেতু বল আসিফের হেলমেটে লেগেছে তাই বল তুলবে আসিফ | পরিস্থিতি ঘোরালো দেখে পরিচালনা কমিটির কাউকে আসে পাশে দেখা যাচ্ছে না | সাধারণ দর্শকেরা খেলা বাদ দিয়ে জাহাঙ্গীরনগরের শ্যামল দৃশ্য উপভোগ করার জন্য এদিক ওদিক বেরিয়ে পড়েছেন |


আম্পায়ারদ্বয় খেলা পরিত্যক্ত ঘোষণা করেছেন | সবাই মাঠ ছেড়ে বেরিয়ে এলেও আসিফ মহিউদ্দিন এখনো মাঠে | ইসলামপন্থী প্রজন্ম ৮৬ কিভাবে বাউন্সারের মাধ্যমে তার প্রাণ সংহারের চেষ্টা করেছে এবং এই নিয়ে ইসলামী মৌলবাদ ও ক্রিকেট সন্ত্রাস নামের একটি পোস্ট প্রসবের পরিকল্পনা তার মাথায় ঘুরপাক খাচ্ছে |

এইটা একটা কাল্পনিক গল্প | কারো বাস্তব জীবনের সাথে কিছু মিল থাকলেও অধিকাংশের সাথে এর কোনো মিল নাই |
ছবি গুগল থেকে নেয়া | কারো আপত্তি থাকলে ছবি চেঞ্জ করে দেয়া হবে
|
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০১২ বিকাল ৩:৩২
৯৮টি মন্তব্য ৯৫টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কুড়ি শব্দের গল্প

লিখেছেন করুণাধারা, ২৪ শে এপ্রিল, ২০২৪ রাত ৯:১৭



জলে ভাসা পদ্ম আমি
কোরা বাংলায় ঘোষণা দিলাম, "বিদায় সামু" !
কিন্তু সামু সিগারেটের নেশার মতো, ছাড়া যায় না! আমি কি সত্যি যাবো? নো... নেভার!

সানমুন
চিলেকোঠার জানালায় পূর্ণিমার চাঁদ। ঘুমন্ত... ...বাকিটুকু পড়ুন

ধর্ম ও বিজ্ঞান

লিখেছেন এমএলজি, ২৫ শে এপ্রিল, ২০২৪ ভোর ৪:২৪

করোনার (COVID) শুরুর দিকে আমি দেশবাসীর কাছে উদাত্ত আহবান জানিয়ে একটা পোস্ট দিয়েছিলাম, যা শেয়ার হয়েছিল প্রায় ৩ হাজারবার। জীবন বাঁচাতে মরিয়া পাঠকবৃন্দ আশা করেছিলেন এ পোস্ট শেয়ারে কেউ একজন... ...বাকিটুকু পড়ুন

তালগোল

লিখেছেন বাকপ্রবাস, ২৫ শে এপ্রিল, ২০২৪ সকাল ৯:৩৫


তু‌মি যাও চ‌লে
আ‌মি যাই গ‌লে
চ‌লে যায় ঋতু, শীত গ্রীষ্ম বর্ষা
রাত ফু‌রা‌লেই দি‌নের আ‌লোয় ফর্সা
ঘু‌রেঘু‌রে ফি‌রে‌তো আ‌সে, আ‌সে‌তো ফি‌রে
তু‌মি চ‌লে যাও, তু‌মি চ‌লে যাও, আমা‌কে ঘি‌রে
জড়ায়ে মোহ বাতা‌সে ম‌দির ঘ্রাণ,... ...বাকিটুকু পড়ুন

মা

লিখেছেন মায়াস্পর্শ, ২৫ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:৩৩


মায়াবী রাতের চাঁদনী আলো
কিছুই যে আর লাগে না ভালো,
হারিয়ে গেছে মনের আলো
আধার ঘেরা এই মনটা কালো,
মা যেদিন তুই চলে গেলি , আমায় রেখে ওই অন্য পারে।

অন্য... ...বাকিটুকু পড়ুন

কপি করা পোস্ট নিজের নামে চালিয়েও অস্বীকার করলো ব্লগার গেছে দাদা।

লিখেছেন প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, ২৫ শে এপ্রিল, ২০২৪ দুপুর ২:১৮



একটা পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আগে থেকেই ঘুরে বেড়াচ্ছে। পোস্টটিতে মদ্য পান নিয়ে কবি মির্জা গালিব, কবি আল্লামা ইকবাল, কবি আহমদ ফারাজ, কবি ওয়াসি এবং কবি... ...বাকিটুকু পড়ুন

×