সাম্প্রতিক সময়ে, ব্রাত্য রাইসুর কোন একটা লেখায়, মন্তব্য-পাল্টা মন্তব্যে অনেক ব্লগারকেই খুব অস্থির মনে হলো। বিষয়টিকে 'অস্থিরতা' শব্দটি দিয়ে প্রকাশ করলে ঠিক যুতসই হয়না। কথাটি হওয়া উচিত 'মার-মার কাট-কাট কাণ্ড' । যেখানে সবাই সবাইকে মারছে, কিংবা কেটে কুচি কুচি করে ফেলেছে।
কি নেই সেই সব মন্তব্যে? অশ্লীল বাক্যবান থেকে শুরু করে শারিরীকভাবে লাঞ্ছিত করার হুমকি পর্যন্ত আছে সেখানে। বাংলাদেশী ব্লগ না হয়ে অন্য কোন ব্লগ হলে অনেক মামলা-মোকদ্দমা হয়ে যেত এর মধ্যে। এ ধরনের বিষয়কে প্রশ্রয় দেবার জন্য সামহয়্যার বড় ধরনের বিপদে পড়তে পারত যেকোন সময়।
এমনও হতে পারে, আমরা স্বাধীনতা বিরোধীদের বিচার না করে এক ধরনের অপরাধ বোধে আক্রান্ত বলেই এমন করে প্রতিক্রিয়া ব্যক্ত করি; ব্লগে নিজের অক্ষম আক্রোশগুলোকে অবমুক্ত করি। কিংবা এটি নিছকই একটি শত্রু শত্রু খেলা; যার কোন উদ্দেশ্য নেই, বিরাম নেই, প্রতিকার নেই!
একটা মজার বিষয় এই মন্তব্যগুলোতে লক্ষ্যনীয়, হাতে গোনা কয়েকজনকে বাদ দিলে সবাই কিন্তু যুদ্ধাপরাধীদের বিচারের কথাই বলেছেন। কিন্তু কেউ কারো কথা শুনছেন না; সবাই সবাইকে রাজাকার বলেই গালাগাল দিচ্ছেন। অন্যকে রাজাকার বলে গালি দিয়ে নিজেকে কিন্তু স্বাধীনতার পক্ষের মানুষ প্রমান করা যায় না।
গালাগালি কাহাতক ভালোলাগে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





