somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৩০ হাজার জাসদকর্মী হত্যা রহস্যের সন্ধানে

২৩ শে জুন, ২০১০ রাত ১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দ্বিতীয় অধ্যায়:

৭৫ সালে মুজিব কর্তৃক বাকস্বাধীনতা কেড়ে নেবার কাহিনী বলার আগে বলা দরকার যে, উল্লেখিত সাড়ে ৩ বছরে দেশের সবগুলো সংবাদপত্রই চালু ছিল এবং সংবাদ প্রকাশে কোনরূপ সেন্সরশীপই বলবৎ ছিল না, যা খুশি তাই লিখা যেতো বা লিখা হতো, ৭৫ সালের জুন মাসে ৪টি বাদে সকল সংবাদপত্র বলতে জামায়াতের সংগ্রাম, মুসলিম লীগের আজাদ, জাসদের গণকণ্ঠ ও জনপদ, পূর্বদেশ, সংবাদ বন্ধ করে দেয়া হয়েছিল আর মফস্বলের ১২২টি সাপ্তাহিক তখনও চালু ছিল। আর যখন এগুলোকে বন্ধ করা হয় ঠিক তার ২ মাসের মাথায় মুজিবকে হত্যা করা হলো। সেসব দিনের গণকণ্ঠ ও সাপ্তাহিক হলিডে’র পাতা উলটালে এখনো মনে হয়, তারা কীভাবে কত ন্যাক্কারজনক ঘৃণার্হ্য ভাষায় সরকারের সমালোচনা করতো যেভাষা এখন আর কাগজে লিখা হয় না। দৈনিক গণকণ্ঠের প্রচারণার ধরন ছিল জার্মান নাৎসি বাহিনীর গোয়েবেলসীয় কায়দায় যে মিথ্যা কিনা বার বার প্রচার করলে একদিন সত্য বলে মনে হয় - সেই রকম।

বিগত সরকারগুলোর আমলে ঘটা করে সিপাহী-জনতার বিপ্লব ৭ নভেম্বর পালন করা হয়, বলা হয় ওইদিন ১০ লাখ লোক সিপাহী-জনতাকে অভিনন্দন জানাতে রাস্তায় নেমে আসে। কিন্তু, আশ্চর্যজনক হচ্ছে, পরেরদিনই ওই ১০ লাখ লোক কীভাবে কোথায় গায়েব হয়ে গেলো, তার কোনও হদিসই পাওয়া গেলো না, কেন? এদেরকে আর কখনো রাস্তায় দেখা গেল না। কারণটা বলি, সেদিন মাত্র একদিনের জন্যই ছিল ওই কথিত সিপাহী-জনতার বিপ্লব, তারপর দিনের পর দিন বছরের পর বছর ধরে সব ধরনের সমাবেশ ও মিছিলের ওপর ছিল নিষেধাজ্ঞা আর রাতভর কারফিউ!

এখানে কর্ণেল এম.এ. হামিদের লিখা ‘তিনটি সেনা অভ্যত্থান’ বইয়ের কয়েকটি লাইনই বলে দেয় যে আসলে ওই মিছিলে কারা ছিল:
“আমরা জীপ নিয়ে শহরে ঘুরতে বের হলাম পরিস্থিতি দেখতে। যখন শাহবাগ মোড়ে পৌঁছলাম তখন বিপ্লবকে অভিনন্দন জানাতে আসা লোকজনের ভীড়ে হাইকোর্ট পর্যন্ত আর অগ্রসর হতে পারলাম না(ভীড়ের চোটে)। সেখানে আমাদের জীপ গাড়িটাকে ঘিরে নৃত্যরত হাজার হাজার লোকের মুখে তখন একটাই ধ্বনী ‘আল্লাহু আকবর’…
আমার তখন মনে হলো, জনতার প্রায় সবাই ইসলামপন্থী কোনও রাজনৈতিক দলের কর্মী। তারা বিরামহীভাবে ‘নারায়ে-তাকবির, আল্লাহু-আকবর’ বলে চিৎকার পাড়ছিল। ওই ভীড়ের মধ্যে আমি কোনও জাসদ সমর্থককে দেখলাম না”।

কর্ণেল হামিদের ওই বই যারা পড়েছে তারাই জানে যে, কর্ণেল হামিদ ছিলেন জেনারেল জিয়া’র একজন ঘনিষ্ট বন্ধু ও ক্লাসমেট এবং সিপাহী-জনতার অভ্যূত্থানের সামনের কাতারের একজন বীর। তবে তিনি শেখ মুজিব বা আওয়ামী লীগের বন্ধু কখনোই ছিলেন না।


ছবি (বাম থেকে): ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশাররফ, মেজর এটিএম হায়দার, কর্ণেল তাহের, মেজর জেনারেল জিয়াউর রহমান।

যাইহোক, অন্যান্য সমাজতান্ত্রিক দলগুলোর মতই দেশের বিভিন্ন আর্থসামাজিক সমস্যা জনগণের কাছে তুলে ধরে জাসদ। ১৯৭৩ সালে বাংলাদেশ কম্যুনিষ্ট লীগের ছাত্রফ্রন্ট বাংলাদেশ ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে ১৯৭২-৭৩ সালের বার্ষিক কার্যবিবরণীতে তৎকালীন জাতীয় রাজনৈতিক পরিস্থিতি এবং রাজনৈতিক ক্ষেত্রে দ্বন্দ্বসমূহের বিশ্লেষণ করে জাতীয় বিপ্লবকে বিজয়ের লক্ষ্যে এগিয়ে নিয়ে দ্বন্দ্বগুলোর অবসান ঘটানোর জন্য বিপ্লবের বিভিন্ন স্তর সম্পর্কে দলিলে সুস্পষ্ট দিক নির্দেশনা দেয়া হয়। বাংলাদেশ কম্যুনিষ্ট লীগ সমাজতন্ত্রে উত্তরণে তিনটি ধাপ নির্ণয় করে বলে, “স্বাধীনতা সংগ্রামের তৃতীয় ধাপের পরিসমাপ্তি ঘটবে আওয়ামী লীগ ও তাদের সাম্রাজ্যবাদী এজেন্টদের সাথে সর্বহারাদের রক্তক্ষয়ী ভবিষ্যত সংগ্রামের মাধ্যমে।” সংসদীয় গণতান্ত্রিক রাজনীতিকে স্বার্থান্বেষী মহলের ক্ষমতা কুক্ষিগত করার হাতিয়ার হিসাবে বর্ণনা করা হয়। গ্রামের সামন্তবাদীর অবশেষ, মধ্যস্বত্ত্বভোগী এবং উঠতি মধ্যবিত্ত শ্রেণীকে সর্বহারাদের শ্রেণীশত্রু বলে আখ্যায়িত করা হয় সেই দলিলে। দলিলে এও বলা হয়, জাতীয় বিপ্লবের মাধ্যমে সর্বহারার শাসন কায়েম হওয়ার আগপর্যন্ত জনগণ বহিঃশোষণের শিকারে পরিণত হবে কারণ আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে সাম্রাজ্যবাদীদের পদানত করার চেষ্টায় লিপ্ত রয়েছে। বাংলাদেশ কম্যুনিষ্ট লীগের তত্ত্ব অনুযায়ী সাম্রাজ্যবাদী শোষণ পরিচালিত হবে মূলতঃ মার্কিন সাম্রাজ্যবাদের ঋন ও অনুদানের মাধ্যমে। তবে বাংলাদেশ অর্থনৈতিকভাবে শোষিত হবে রুশ ও ভারতের দ্বারাও। এজন্য প্রয়োজনীয় শোষণমূলক অর্থনৈতিক সম্পর্কের নীতি প্রণয়ন করা হয়েছে। রিপোর্টে উদাহরণস্বরূপ বলা হয়, যুক্তিহীন এবং অন্যায়ভাবে ঢাকার পরিবর্তে দিল্লীতে ইন্দো-বাংলাদেশ জুট কর্পোরেশনের প্রধান কার্যালয় স্থাপন করা হয়েছে(?)। এ সম্পর্কে বাংলাদেশ কম্যুনিষ্ট লীগ মনে করে কোন এক পর্যায়ে গণচীন বাঙ্গালীদের মুক্তি সংগ্রামের প্রতি সহানুভূতিশীল হয়ে উঠবে। এই প্রেক্ষিতে যদিও কম্যুনিষ্ট লীগ নিজেদেরকে আর্ন্তজাতিক কম্যুনিষ্ট আন্দোলনের দ্বন্দ্বের বাইরে রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছিল। তথাপি চীনপন্থী অন্যান্য সাম্যবাদী দলগুলো সম্পর্কে বন্ধুসুলভ মনোভাব পোষণ করার সিদ্ধান্তই গ্রহণ করা হয়েছিল রিপোর্টে। জাসদ মুক্তিযোদ্ধাদের ভেতর থেকে দলীয় সদস্য রিক্রুট করতে থাকে। সেনাবাহিনীর মধ্যেও তাদের প্রকাশনী লাল ইশতেহার এর মাধ্যমে গোপন সেল গঠনের উদ্যোগ নেয়।

১৯৭৪ সালের ২০ জানুয়ারী জাসদ, বাংলাদেশ কম্যুনিষ্ট লীগ এবং জাতীয় শ্রমিক লীগ (জাসদপন্থী) যৌথভাবে বাংলাদেশের উপর রুশ, ভারত ও আমেরিকান অর্থনৈতিক ও রাজনৈতিক আধিপত্যের বিরোধিতা করে এক হরতালের ডাক দেয়। হরতালের সময় নেতারা শিক্ষক এবং শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবি জানান। তারা বাংলাদেশের সর্বপরিসরে দুর্নীতি, বিশেষ জরুরী আইন, সরকারের স্বজনপ্রীতি এবং বিশেষভাবে আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে পারমিট লাইসেন্স বিতরণের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। দেশব্যাপী সেদিন পূর্ণ হরতাল পালিত হয়। ১৭ মার্চের মধ্যে সরকার তাদের দাবি না মানলে তারা ঘেরাও কর্মসূচীর হুমকি দেন। ১৭ মার্চ জাসদ স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি ঘেরাও করতে গেলে পুলিশের সাথে স্বশস্ত্র সংঘর্ষে লিপ্ত হয়। সেদিন পুলিশের গুলিতে ৩জন নিহত ও বেশ কিছু আহত হন। মেজর জলিল, আসম রব গ্রেফতার হন। গোপন সংগঠনের অন্যান্য নেতাদের সাথে সিরাজুল আলম খান সেদিন ঢাকা থেকে পালিয়ে গ্রামাঞ্চলে গিয়ে শেল্টার নেন এবং পল্লী এলাকায় জনমত গঠনে ব্রতী হন। সেদিনের ঘটনাকে অনেকে চরম হঠকারী প্ররোচণা বলে আখ্যায়িত করেছিলেন। জনাব সিরাজুল ইসলাম চৌধুরী জাসদ সম্পর্কে তার ‘স্বাধীনতার স্পৃহা সাম্যের ভয়’ নামক গ্রন্থে লেখেন, “মুসলিম লীগের ঘর ভেঙ্গে একদা আওয়ামী লীগ বের হয়ে এসেছিল। অনেকটা একই পদ্ধতিতে আওয়ামী লীগ ভেঙ্গে বের হয়ে এসেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। এরা নিজেদেরকে বলছে র্যাডিকেল-চরমপন্থী। তাদের তরুণ ও বিরাট কর্মী বাহিনী যে সমাজতন্ত্রের ডাকেই এই দলে এসে যোগ দিয়েছিল তাতে সন্দেহ নেই। কিন্তু নেতৃত্বে যারা ছিলেন তারা মনে হয় সমাজতন্ত্রী ছিলেন না। শর্ষের মধ্যেই ছিল ভূত। তাদের ইচ্ছা ছিল শেখ মুজিবকে নিয়ে বিপ্লবী সরকার গঠন করবেন। কিন্তু শেখ মুজিব তাদের আস্ফালনে সন্তুষ্ট হতে পারেন নি বা পাত্তা দেননি। ফলে এরা এগিয়ে গেছেন নিজেদের পথ ধরে। এদের দলের নামকরণের সাথে ‘জাতীয়’ শব্দটিকে আসলে আপতিক ঘটনা ছিল না। এদের সাথে বরং অন্যান্য জাতীয়তাবাদীদের নামের ও লক্ষ্যের হুবহু মিল পাওয়া যায়। নিজেদের শ্রেণীগত স্বার্থই দেখছিলেন (যার সঙ্গে তাদের নিজেদের ভবিষ্যত ছিল ওতপ্রোতভাবে জড়িত)। কিন্তু শ্রেণী সংগ্রামের আওয়াজ দিয়েছেন যাতে লোক জড়ো করা যায়, নায়ক হওয়া যায় নতুন প্রজন্মের ও নতুন বাংলাদেশের। শেখ মুজিব যদি আর না ফেরেন তাহলে বামপন্থীদের কি করে মোকাবেলা করা যাবে তার আগাম ব্যবস্থা হিসেবে এরা ‘৭১-এ মুজিব বাহিনী গড়েছিলেন। লক্ষ্য করলে দেখা যাবে তাদের রাজনীতি ছিল বুর্জোয়াদের রাজনীতিই। যদিও তাদের আওয়াজগুলো ছিল ‘বিপ্লবী।’

জাসদ ও মুজিব বাহিনীর জন্মবৃত্তান্ত থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে উঠে আর তা মূলতঃ দু’টো সুদূরপ্রসারী কারণের মধ্যে সীমাবদ্ধ। তা হচ্ছে:
১. স্বাধীনতার পর বাংলাদেশে পাকিস্তানের উচ্ছিষ্ট শক্তিসমূহের বিরুদ্ধে মোকাবেলা করা।
২. ভারতের ক্ষমতা বলয়ের একাংশের সমর্থন ও প্রত্যক্ষ সহযোগিতায় গড়ে ওঠা এ বাহিনীর মাধ্যমে মুজিব ও তার সরকারকে রক্ষার কাজে আওয়ামী লীগের বিকল্প হিসেবে দাঁড় করানো। কিন্তু জাসদের মূল্যায়ন বাংলাদেশের ঐতিহাসিক প্রেক্ষিতে যেভাবেই করা হোক না কেন একটি সত্যকে কোন ঐতিহাসিকই অস্বীকার করতে পারবেন না যে, নতুন দেশের নতুন সরকারকে অস্থিতিশীল ও চরম নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যে ঠেলে দিতে সেদিন জাসদের কোনও জুড়ি ছিল না। ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালনে তৎকালীন জাসদের অনীহা, এমনকি অস্বীকৃতির বিষয়টিও ছিল লক্ষ্য করার মত। জনযুদ্ধের মাধ্যমে সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশটিতে সেদিন জাসদ যে তাণ্ডব সৃষ্টি করেছিল, তার পেছনে কোন শক্তি ইন্ধন ও অর্থ জুগিয়েছিল, সেটি পাকিস্তান নাকি ভারত, আমেরিকা নাকি রাশিয়া তা এখনও সামাজিক গবেষণার বিষয় হয়ে আছে। সেসব অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টিতে জাসদের সেদিন কতটুকু লাভ বা লোকসান হয়েছে সেই হিসেব আজ আর না করলেও চলবে। তবে এটুকু বলা যায় যে, জাতীয় সন্ত্রাস সৃষ্টি অপপ্রচারের বেড়াজাল তৈরিতে জাসদের সেদিনের ভুমিকা জিয়া-রশীদ-ফারুক চক্রের মুজিব হত্যার ক্লু তৈরিতে বিরাট ভুমিকা পালন করেছিল। জাসদ যেভাবে মুজিববাদী অপশাসনের দোহায় দিত, বাকশালকে ঘৃণার চোখে দেখতো আজকের জামায়াত-বিএনপি’ও তাই। যে ৩০ হাজার (কোথাও কোথাও এই সংখ্যা ৬০ হাজার আবার কোথাও বা এক লাখ ৩০ হাজার উল্লেখ পাওয়া যায়। এই সংখ্যা সর্বনিম্ন ৩০ হাজার ধরে হিসেব করলেও দেশের ৪৬৪টি থানা এলাকার প্রত্যেকটিতে গড়ে ৬৫ জন করে, ৬০ হাজার হলে ১৩০ জন আর ১,৩০,০০০ হলে ২৮০ জন নিহতের তথ্য থাকার কথা। তাছাড়া রক্ষীবাহিনীর ১৬ হাজার সদস্য মাত্র দুই বছরের মাথায় প্রত্যেকে গড়ে ২ জন করে জাসদকর্মী হত্যা করার কথা এবং জাসদের প্রতিষ্ঠার এক বছর বাদ দিলে বাদবাকি দু’বছর অর্থাৎ ৭৩০ দিনে ৩০,০০০ কর্মী হত্যা মানে প্রতিদিন ৪১ জন করে হত্যা করার তথ্য মিলে যা সে সময়ের দেশি-বিদেশি কোনও মাধ্যমেই প্রকাশিত হয়নি এমনকি জাসদের নিজেদের মুখপত্র গণকণ্ঠেও নাই। ঘটনার পরম্পরা বাদে হঠাৎ করেই একদিন লেখা হলো, রক্ষীবাহিনী তাদের ৩০ হাজার নেতাকর্মীকে হত্যা করেছে। মুজিব ৩০ লাখ মানুষের হত্যাকারীদের রেহাই দিয়ে শুধুমাত্র রাজনীতি করার অপরাধে নিজ দেশের ৩০ হাজার বা এক লাখ ৩০ হাজার মানুষ হত্যা করেন - যে রাজনীতি করতে গিয়ে তিনি নিজেই ১৩ বছর জেল খেটেছেন; তার পক্ষে এটা গ্রহণযোগ্য হতে পারে না। আর সে সময় দেশের মানুষ তাকে ভালোবেসে ‘বঙ্গবন্ধু’ উপাধী দিতে গেলে তিনি দুঃখভারাক্রান্ত মন নিয়েই ওই উপাধী ধারণে অস্বীকৃতি জানিয়ে বলেছিলেন, ‘এখন ওসব করার সময় নয়, দেশের মানুষ না খেয়ে আছে; যেদিন সকলের মুখে হাসি ফোঁটাতে পারবো সেদিন তোমরা এসো।‘ যে জনগণ তাঁকে জাতির পিতা বলে মেনে নিয়েছিল সেই জনগণের উপর তিনি ওই রকম নির্দয় ও খড়গ হস্ত হতে পারেন না, আর এমনও নয় যে তিনি বিরোধীদলীয় রাজনীতি সম্পর্কে কিছু বুঝতেন না। গণহত্যা চালিয়ে ক্যান্টনমেন্টে থাকার নিয়ম, কিন্তু তা না করে তিনি ৩২ নম্বরের নিজ বাড়িতে কেন থাকতে গেলেন ঝুকি নিয়ে? এসব প্রশ্নের উত্তর প্রয়োজন। আবার জাসদ এমন কোনও অলৌকিক ক্ষমতাবলে জন্মলাভ করেনি যে, প্রতিষ্ঠার সঙ্গেই সঙ্গেই সারাদেশে সমভাবে রুটলেভেল পর্যন্ত বিস্তারলাভ করতে সক্ষম হয়েছিল। বরং দেশের প্রায় অর্ধেক জেলাতেই জাসদের কোনও কার্যক্রমই ছিল না এবং বর্তমানেও নেই) জাসদ কর্মী হত্যার কথা বলা হয় তা জাসদ যতটা না গত ৩৬ বছর ধরে বলেছে বিএনপি বলেছে জাসদের পক্ষ হয়ে তার চেয়ে বেশি। এই নিহতের সঠিক পরিসংখ্যান কোথাও নেই, কেননা ব্যাপারটা একেবারেই মনগড়া এবং মিথ্যার বেসাতি মাত্র। আর স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ মানুষের শহীদ হবার কথা জাসদ বা বিএনপি কোন দলই স্বীকার করেনি, জামায়াতে ইসলামী পাকিস্তানের সঙ্গে সুর মিলিয়ে বলেছে ২৬ হাজার; বরং তারা ইতিহাস বিকৃতির মাধ্যমে শেখ মুজিব ও আওয়ামী লীগকে যতোটা পারা যায় খাটো করার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে এসেছে '৭৫ সালের পর থেকে অব্যাহতভাবে। অভিজ্ঞ মহলের মতে, মুক্তিযুদ্ধের সময় বিজিত অস্ত্র, বিভিন্ন সূত্র ও পথ থেকে আলাদাভাবে সংগ্রীহিত অস্ত্র, পাক সেনাদের এদিক-সেদিক ছুঁড়ে ফেলে দেয়া অসংখ্য অস্ত্র, রাজাকারদের অস্ত্র, অন্যান্য নামী-বেনামী চরমপন্থী সংগঠনগুলোর সংগ্রীহিত অস্ত্র, চোর-ডাকাতদের অস্ত্র মিলিয়ে দেশে অবৈধ অস্ত্রের পরিমাণ ছিল পাহাড় সমান যার এক-চতুর্থাংশ অস্ত্রও তৎকালীন বাংলাদেশ স্বশস্ত্রবাহিনীর অস্ত্রভান্ডারে ছিল না। কাজেই ক্ষুদ্রসংখ্যক রক্ষীবাহিনী বা সেনাবাহিনী দিয়ে ওই বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধারের পরিকল্পনা বাস্তবায়নের ব্যাপারটিও ছিল চরম অনিশ্চয়তা ও ঝুঁকিপুর্ণ। ‘৭৪ সালে রক্ষীবাহিনীর অস্ত্রউদ্ধার অভিযানে নরসিংদীর ন্যাপ(ভাষানী) নেতা আব্দুল মান্নান ভূঁইয়া(পরবর্তীতে বিএনপি’র মহাসচিব)’র গ্রেফতারের সময় তার কাছ থেকেই উদ্ধার করা হয়েছিল এক ট্রাক অস্ত্র ও গোলাবারুদ। দেশব্যাপী অবৈধ অস্ত্রউদ্ধার অভিযানে রক্ষীবাহিনী শুধু যে জাসদকেই টার্গেট করেছিল সেটাও সত্য নয়; দলমত নির্বিশেষে যাদের কাছেই অস্ত্র ছিল তারাই ধরপাকড়ের শিকার হয়েছিল, আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগও বাদ যায়নি।

মুজিব হত্যার পর ১৯৮০ সালে চৌধুরী খালেকুজ্জামান ও মাহবুবুল হক জাসদ থেকে পদত্যাগ করে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) গঠন করেন। আর মেজর জলিল জাসদ ত্যাগ করে গঠন করেন ইসলামী দল ‘জাতীয় মুক্তি আন্দোলন’ (অক্টোবর, ১৯৮৪)যে কিনা জাসদে থাকাকালীন নিজেকে মার্ক্সবাদী বলে দাবি করতেন এবং এই মতবাদের ওপর বিশ্লেষণাত্বক কিছু বইপুস্তকও রচনা করেন।
মেজর জলিল জাসদ ত্যাগের পর এই দলটি দুই উপদলে বিভক্ত হয়ে পড়ে, একপক্ষ আসম রব-এর নেতৃত্বে এবং অপরপক্ষ শাজাহান সিরাজের নেতৃত্বে। সেসময় উপজেলা চেয়ারম্যান ও জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অন্তর্দ্বন্ধই ছিল এই বিভক্তির কারণ। সিরাজুল আলম খানের সহযোগিতায় আসম রব চাচ্ছিলেন নির্বাচনে অংশগ্রহণ করতে আর শাজাহান সিরাজ ও তার অনুসারীরা চাচ্ছিলেন নির্বাচন বর্জন করে ১৫ দলীয় ঐক্যজোটে যোগ দিতে। রব পরে এরশাদের ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে বিরোধীদলীয় নেতা হন। আর এভাবেই ‘জাতীয় সমাজতান্ত্রিক দল’এর সব মিথ্যা এক সময় সত্যে প্রমানিত হয় আর তা হচ্ছে, তারা বিপ্লবীও ছিলেন না, সমাজতন্ত্রীও ছিলেন না; একশ্রেনীর সমালোচকের ভাষায় তারা ছিলেন ‘জারজ সন্তান দল’ আর ৩০ হাজার নেতাকর্মী হত্যার তথ্য সেরকমই একটি অপপ্রচার যার পুরোটাই মিথ্যা দিয়ে সাজানো ও ষড়যন্ত্রমূলক।

(সমাপ্ত)

-প্রথম অধ্যায়
---------------------------------------
সহায়ক লিংক দ্রষ্টব্য:
- Probe News Magazine
- The Journal of Asian Studies
- http://www.mukto-mona.com
- http://www.banglapedia.org
- Google Books
- Maoism in Bangladesh: In Case of the Sarbohara Party
- Encyclopaedia of Bangladesh (Set Of 30 Vols): Discontent and Background of Liberation War
- Bangladesh: An unfinished revolution? (By Prof. Maniruzzaman, Dept. of Political Science, RU and DU)
---------------------------------------
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১০ রাত ১:৩৯
১১টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্লগ কি শিখিয়েছে?

লিখেছেন শূন্য সারমর্ম, ০৭ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১০:০৬






অপমান, অপদস্থ থেকে বাঁচার উপায় শিখাইনি? ওস্তাদ মগা শ্যামী পাহাড়ে বসেও এসবের সমাধান করতে পারে, আপনি সামান্য অসুস্থতার জন্যও ব্লগে মিলাদ দেননি, দোয়া করেছেন কার জন্য? খালেদা জিয়ার জন্য এয়ার... ...বাকিটুকু পড়ুন

কোরআন হাদিসই যদি মানতে হবে তবে আল্লাহ ফিকাহ মানতে বললেন কেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৭ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১০:৪৬




সূরাঃ ৫ মায়িদা, ৬৭ নং আয়াতের অনুবাদ-
৬৭। হে রাসূল! তোমার রবের নিকট থেকে তোমার প্রতি যা নাযিল হয়েছে তা’ প্রচার কর। যদি না কর তবে তো তুমি তাঁর... ...বাকিটুকু পড়ুন

ওরা দেশের শত্রু; শত্রু দেশের মানুষেরও...

লিখেছেন নতুন নকিব, ০৮ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:০৮

ওরা দেশের শত্রু; শত্রু দেশের মানুষেরও...

অন্তর্জাল থেকে নেওয়া সূর্যোদয়ের ছবিটি এআই দ্বারা উন্নত করা হয়েছে।

ইসলামের পবিত্র আলো ওদের চোখে যেন চিরন্তন গাত্রদাহের কারণ। এই মাটি আর মানুষের উন্নয়ন... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমানের হঠাৎ ‘জামায়াত-বিরোধী’ উচ্চারণ: রাজনীতির মাঠে নতুন সংকেত, নাকি পুরোনো সমস্যার মুখোশ?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১১:২৯

তারেক রহমানের হঠাৎ ‘জামায়াত-বিরোধী’ উচ্চারণ: রাজনীতির মাঠে নতুন সংকেত, নাকি পুরোনো সমস্যার মুখোশ?

বিএনপি রাজনীতিতে এক অদ্ভুত মোড়—অনেক বছর পর হঠাৎ করেই তারেক রহমান সরাসরি জামায়াতকে ঘিরে কিছু সমালোচনামূলক কথা বললেন।... ...বাকিটুকু পড়ুন

এমন থাপ্পড় খাবি!

লিখেছেন রাজীব নুর, ০৮ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৬:৩৩



ঘটনাঃ ইরাকের প্রেসিডেন্ট সাদ্দামের পতনের সময়।
চৈত্র মাস। সারাদিন প্রচন্ড গরম। জামাই তার বউকে নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে। সুন্দর গ্রামের রাস্তা। পড়ন্ত বিকেল। বউটা সুন্দর করে সেজেছে। গ্রামের... ...বাকিটুকু পড়ুন

×