বহুদিন আগে কোন এক বারান্দায় শেষ বিকেলের আলোয় আলোকিত উড়ন্ত খোলা চুলের এক তীক্ষ্ণ হৃদয়হরনকারী দৃষ্টি সম্পন্ন তরুনীকে দেখে ভেবেছিলাম, আমি যাদুকর হব। মানুষ বশীকরণের যাদু শিখে, তাকে বশ করে নিশ্চিন্তে কাটিয়ে দিব সারাটি জীবন।
শুধু তোমায় ভেবে ভেবে,
কত দিন রাত গেছে চলে।
তুমি এসেই চলে গেছ,
শুধু ভোরের স্বপ্ন হয়ে।
তুমি না লেখা কোন কবিতায়,
যেন অনেক বলা কথা।
তুমি দগ্ধ দিনের পরে,
নীল রাতের নীরবতা।
তুমি না পাওয়া যন্ত্রনা,
আজ আমার গেছে সয়ে।
তুমি এসেই চলে গেছ,
শুধু ভোরের স্বপ্ন হয়ে।
তুমি বৃষ্টি থামার পরে,
ভেজা সুখের রিনিরিন।
তুমি চৈত্র শেষের ঝড়ে
যেন দমকা হাওয়ার দিন।
তুমি মিথ্যে প্রতিশ্রুতি,
আমি বেড়াই বুকে নিয়ে।
তুমি এসেই চলে গেছ,
শুধু ভোরের স্বপ্ন হয়ে।
গত কয়েক মাসে GP বহু বাংলাদেশী অভিজ্ঞ কর্মীদের ছাটায় করেছে। GP র মেইন ব্রাঞ্চে প্রায় ১১৮০জন কর্মচারী আছেন যার ভেতরে ৭১৯ জন ভারতীয়। বলা যায়, GP এখন পুরোদস্তুর ভারতীয়।
আইনশৃংখলা পরিস্থিতির অবনতি পুরো ১৫ মাস ধরেই ছিলো। মব করে মানুষ হত্যা, গুলি করে হত্যা, পিটিয়ে মারা, লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে না পারা, পুলিশকে দূর্বল করে রাখা এবং... ...বাকিটুকু পড়ুন