দুই.
দীর্ঘদিন যাবত একটি বিষয় মাথায় ঘুরপাক খাচ্ছে। সামহয়্যারইনব্লগে একটা চিকিত্সা বিষয়ক গ্রুপ থাকলে কেমন হয় ? নাকি আছে ?
এখানে কি কেউ চিকিত্সক আছেন ?
একটা ব্লগে যা যা থাকা প্রয়োজন, তার সবই আছে সামহয়্যারইনব্লগে। চিকিত্সা বিষয়ক কোন গ্রুপ কি আছে ? যদি থেকে থাকে তাহলে ভাল। না থাকলে আমরা কি ব্লগের কাছ থেকে একটা চিকিত্সা বিষয়ক গ্রুপ কি আবদার করতে পারি না ?
অসুখ-বিসুখ তো আমাদের হতেই পারে ? অসুথ বিসুথ নিয়েই মানুষের জীবন। শারীরিক এবং মানসিক যে কোন বিষয়ে বিশেষজ্ঞ পরামর্শ যদি ব্লগ থেকে পাই, তাহলে মন্দ কী ? তাছাড়া অসুথ হওয়ার আগেই তা প্রতিহত করার চেষ্টা থাকতে হবে।
সামহয়্যারইনব্লগ কি ব্লগারদের জন্য একটা চিকিত্সা বিষয়ক গ্রুপ খুলে দিতে পারে না ?
বন্ধু, এব্যাপারে আপনার মতামত কী ?
তিন.
সকলের সুস্বাস্থ্য কামনা করছি।
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



