
জমকালো স্বপ্ন ভেঙে যাওয়ার হতাশায়
নিদারুন সুখ
খুঁজে পেলে তুমি
আমার- কেন?
প্রশ্নের মুখোমুখি হলাম।
এতটা প্লাবণে ভেসে
সুরের মূর্ছনা ঠোঁটে লেগে থাকবে
জীবন্ত জীবন
তোমার-কেন?
প্রশ্নের মুখোমুখি হলাম।
আচঁলে বায়বীয় মোহনায়
অপরাহ্ণে ঘুঙুরের ডাক
এই খেলা বেশ
হৃদয়ে জমানো হিম
শেকড়ের ছোঁয়া পেয়ে যায়
অবশেষে- কেন?
প্রশ্নের মুখোমুখি হলাম।।
অজানায় ভেসে
শহুরে খেতাব মাথার মুকুট
এলোচুলে
আমার বুদবুদে শ্বাস নাভি থেকে উঠে আসে
প্রশ্নহীন গল্প
অবহেলায় সূর্যাস্ত বেয়ে নেমে যাওয়া
রাত্রি
একা হাতে নিরুদ্দেশ
একলা পথিক।
উত্তর না পাওয়া প্রশ্নগুলো
মনের কিনারে
তোমার- কেন?
প্রশ্নের মুখোমুখি হলাম।।
ছবিঃ নেট
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



