এই বিশ্ব বেহায়া এই জাতিকে অনেক পিছিয়ে দিয়েছে। আমাদের গনতন্ত্রের এতটা ভঙ্গুর অবস্থা শুধু সঠিক চর্চার অভাবে। আর তার জন্য এই বেহায়াই দায়ী। সে এখন ক্ষমতার অংশও।
যে শেখ হাসিনার কথায় এই ব্যক্তিকে নামানোর জন্য নূর হোসেনরা শহীদ হলেন, সেই হাসিনাই আবার তাকে , তার দলকে দুই দুই বার ক্ষমতার অংশ বানালেন। সেটা ও তো গনতন্ত্রের পরাজয়।
ক্ষমতায় থাকতে তো গনতন্ত্রের ক্ষতি করেছেই নয় টি বছর, আর এখন এর ওর লেজুড় ধরে ধরে গনতন্ত্রকে ধ্বংসের পাঁয়তারা করছে। ইদানিং তার পক্ষে কিছু নিক, এই সামুতেই উঠে পড়ে লেগেছে। এরশাদ নাকি কারো সাথে জোর করে লুল করেনি। সব মেয়েরা নাকি তার জন্য বিলা। কি অবস্থা। এই বেহায়া আবার কতগুলো বেহায়া সঙ্গি কি করে যে জুটিয়েছে কে জানে!!!
সে জোর করে , আবার টাকা দিয়ে অন্যকে দিয়ে কবিতা লিখিয়ে নিজের নামে ছাপাতো । এই লোকেন মানসিকতা কি করে ভাল হয়। যে লোক ভারত সফর করে এসে ভারত এর পক্ষে না বিপক্ষে কে জানে! , লংমার্চের নামে লাটক শুরু করেছে। যাকে নামানোর জন্য দেশের বেশিরভাগ লোক ই ব্যস্ত ছিল , সেই লোকের পক্ষে এই দালালগুলো কারা? এরশাদের সাথে সাথে তাদের ও ফাঁসির দাবী করছি।
এই দুই নেত্রী আমাদের অনেক ঝামেলায় রেখেছে, তাদের বিরুদ্ধে প্রয়োজনে ক্যু হবে, প্রয়োজনে বিপ্লব হবে। নতুন নেতৃত্ব আসবে। কিন্তু কোনো অবস্থাতেই আমরা শহীদ নূর হোসেনদের সাথে বেঈমানী করতে চাইনা। আমাদের কোনো বুড়ো বেহায়া দরকার নেই।
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



