আমি চরম কষ্টের মধ্যে এই লেখাটি লিখছি। আমার গার্লফ্রেন্ড কে আজ জোর করে বিয়ে দিয়ে দেয়া হচ্ছে। সত্যি বলতে কি আমি এখন এই টাইপ করার শক্তিও পাচ্ছি না। নীতিগত কারনে অনেকের সাথে আমার ঝগড়া হয়েছে অনেক কিছু হয়েছে, তবুও এই ব্লগ আমার নিজস্ব জগৎ। আপনারা আমার আপনজন। সবার কাছে আমি অনুরোধ করি আমাকে দোয়া করেন। ও সর্ব শক্তি দিয়ে এই বিয়ে বন্ধ করার চেষ্টা করছে। কিন্তু পুরো বাসায় ওর সহযোগীতায় কেউ নাই। ছেলে প্রতিষ্ঠিত , বাড়ি গাড়ি আছে বিধায় ওর বাবা মা ই প্রধান শত্রু। ছেলে ওর খালাতো ভাই হয়। সবাই এখন সেই বাসায় ই আছে। গুলশান দুই নম্বরে। ছেলের বাবা বাংলাদেশ ব্যাংক এ চাকরী করেন। ছেলেও আইবিএ থেকে পাশ করে এখন চাকরী করছে।
বাসায় অনেক লোক সমাগম, ও অসুস্থ হয়ে পড়েছে। তাকে জোর করে বিয়ে দিয়ে দেয়া হচ্ছে। আমি কিছুই করতে পারছি না। ওর একটাই কথা, ও মরে গেলেও সেই ছেলেকে স্বামী হিসেবে মেনে নেবে না।
ভাই আপনারা আমার আপনজন , প্লিজ দোয়া করেন,সৃষ্টিকর্তা মানুষকে অনেক ক্ষমতা দিয়েছেন, কিন্তু তবুও আমি এই কষ্ট সহ্য করার ক্ষমতা রাখি না।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



