দোকানদার বা ব্যাবসায়ীদের কাছ থেকে দেশি পন্য চেয়ে নিন । যখন তারা দেখবে জনগন সত্যি দেশি জিনিস চায় তখন এমনিতেই তারা তাদের ব্যবসা প্রতিস্টানে ভারতের পন্য র থেকে দেশি পন্য রাখতে পছন্দ করবে ।
আমি একবার দোকানে গিয়ে দোকানদার কে দেশি কাপড় দেখাতে বলায় সে আমাকে বলেছিল আপনি ইন্ডিয়া, ইতালি , ইউকে চাইলেন না যে । আমার উত্তর তাকে ভাবিয়েছিল । আমি বলেছিলাম যে দুনিয়ার সবচেয়ে ভাল কাপড় তো আমরাই বানাই । তাহলে বাইরের টা পরে আজাইরা ফুটানির দরকার কি????
ব্যবসায়ী , দোকানদার দের কাছে আমরা দেশি প্রডাক্ট এর প্রতি আগ্রহ দেখালে তারাও বুঝতে পারবে .।।
ঔষধ শিল্পে আপনি বাংলাদেশি ওয়াল্ড ক্লাস কোয়ালিটি পণ্য পাবেন । ভারতীয় কিনবেন না প্লিস ।
Alpenliebe, centerfresh চকলেট না খেয়ে দেশি টা চেয়ে নিন । বাড়ীর পাশের দোকানরও ভাবতে বাধ্য হবে
এখন সবাই দেশী টাই চায় ।।
Micromax, Hitech মোবাইল না কিনে একটা ওয়ালটন কিনে ফেলেন না । একটা গল্প বলি এই ভারতীয় রা কিন্তু নিজের দেশের টা সারা কিছু বুঝে না । এম্বেসডর নামের গাড়ি ঐ দেশে টেক্সি হিসেবে ব্যবহার হয় আবার সরকারি ক্ষেত্রে ব্যবহার হয় । যদিও গাড়ি টার কোয়ালিটি মটেও ভাল না । আমার স্পস্ট মনে আছে , ১৯৯৫ সালের দিকে আমার বাবার(সরকারি কর্মকর্তা হওয়ায়) জন্য হিরো হোন্ডা আনা হলো ভারত থেকে । কসম করে বলছি , যারা তখন এই বাইক নামের কলংক গুলো ব্যবহার করেছেন তারা জানেন কি জঘন্য ছিল ওগুলো । আমি নিজে দেখেছি রিসার্ভ অয়েল এর প্লাস্টিক কৌটা চলন্ত গাড়ি থেকে খুলে পরতে হিরো হোন্ডা থেকে। দেশি বাইক কিনুন । আসতে আসতে এগুলার কোয়ালিটিও ভাল হবে । সরকার যত গাড়ি কেনে সব যদি দেশি কেনে এদের প্রডাকশন বাড়বে । সব হবে শুধু আমাদের পজিটিভলি ভাবলেই হয় ।
আসতে আসতে দেশি পন্যের কোয়ালিটিও ভাল হবে ।
Hajmola, Dabur products (ডাবর), Godrej (গোদরেজ) ও Amul (অমল) ব্রান্ড গুলো বর্জন করুন । প্রান, Square , ACI সহ দেশি অনেক কম্পানি আছে যারা ইউরোপ, আমেরিকা তে প্রডাক্ট পাঠাচ্ছে । আমরা আমাদের চিন্তা ভাবনা পরিবর্তন করলে আমরা পারব ।
আসতে আসতে দেশি পন্যের কোয়ালিটিও ভাল হবে । সব হবে শুধু আমাদের পজিটিভলি ভাবলেই হয় ।
Asian Paint, Fevicol. (বিকল্প অনেক রঙ আছে বাজারে) ব্যবহার না করে দেশী টা কিনুন । দেশি অনেক ভালো পেইন্ট আছে ।
ভারতীয় নগ্ন গান , সিনেমা দেখে কি মনে হয় এটা আমাদের নিত্য জীবন যাত্রার সাথে সঙ্গতিপুর্ন । আপনার মেয়ে বোন কিংবা বৌ কে কি আপনি শিলার জাবানিতে উলঙ্গ প্রজন্মের দিকে ঠেলে দিচ্ছেন না । চারিদিকে ছেলে মেয়েদের কাপড় চোপরে , চলন বলনে কি অস্থিরতা লক্ষ করছেন না । এর কারন হলো Daily Star এর একটা রিপোর্ট অনুযায়ি আমরা প্রতিবছর ভারতীয় channel গুলো দেখার জন্য ২০০০ কোটি টাকা (দুই হাজার কোটি টাকা) দিয়ে থাকি। এতো মনে হয় নিজের দেশের জন্য করি না।
Click This Link
ভারতের সর্বমোট রফতানি আয়ের শতকরা সাত (৭%) ভাগ বাংলাদেশ থেকে যায়। হায় হায় রে । কি করছি এতদিন !!!!! আসতে আসতে দেশি পন্যের কোয়ালিটিও ভাল হবে । সব হবে শুধু আমাদের পজিটিভলি ভাবলেই হয় । আমাদের ভারতীয় পণ্য বর্জন নিশ্চিত ভাবেই তাদের দেশে আলোড়ন সৃষ্টিকারী প্রভাব ফেলবে।
এই লেখাটি পড়তে পারেন .।
যদি খাটি দেশ প্রেমিক হন তবে....... এভাবেও ভাবুন......
Click This Link
লেখাটি নিয়মিত আপডেট এর জন্য তথ্য দিন । দেশি পন্য নিয়ে লিখুন । অনেকে ভাবে যে দেশি ভাল পন্য নেই । এই ভুল ধারনা টি ঝেরে ফেলুন । আসুন নতুন করে ভাবি ।
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৫:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



