আমার বিচারে সবার উপরে মানবতা
দ্বিতীয়ত বিশ্বাস (আস্তিক/নাস্তিক)
তৃতীয়ত দেশ।
কি যে এক মহাবিপদে পরেছি বলার মতো না
রাজাকারের ফাঁসি চাইলে বলে আমি নাস্তিক, আমি লীগ !!!
ধর্মে আঘাতের প্রতিবাদ করলে বলে আমি নব্য রাজাকার, ছাগু !!!
এই সব দেখে ঘৃণায় কিছু বলা বা করা বন্ধ করলে বলে আমি অসচেতন,
আর যদি প্রতিবাদ করি তাহলে কবে যে গুম বা খুন হবো তার কোন নিশ্চয়তা নাই . . . . .
আবার আমি খুন হলে আমার খুনের বিচার চাইতে গিয়ে মানবতার নামে মারবে আমার মতো আরও কিছু মানুষকে, দেশপ্রেমের নামে এই দেশটাকেই জ্বালাবে, নষ্ট করবে সম্পদ . . .
ঘৃণা জানানোর মতো শব্দ খুঁজে পাচ্ছিনা... কারণ আমার জানা শব্দগুলো এতো নিকৃষ্ট নয়!!!
". . . . . কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত
কত প্রদীপ শিখা জ্বালালেই জীবন আলোয় উদ্দীপ্ত
কত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ধৈর্য
নির্মমতা কতদূর হলে জাতি হবে নির্লজ্জ
বুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার . . . ."
-হায়দার হোসেন।
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





