আগের ঘটে যাওয়া মুল অংশ এখানে দেখুন...
১৯ নভেম্বরের ঘটনার পর আপনাদের সাথে শেয়ার করে, পুরো ঘটনাটি বাংলায় ডাবল কলামের দুই পেইজে লিখে প্রিন্ট করে নিয়ে গেলাম উত্তরার সবচেয়ে বড় কেয়ারে।
দিনটি ছিল ২৮ নভেম্বরব ২০১২।
ডুকতেই একজন বলল, কি ধরণের সহায়তা চাচ্ছেন,স্যার?
> লিখিত অভিযোগ রয়েছে।
কি বিষয়ে? (কিছুটা কেমন যেন মনে হলো)
...একটু বলার পর টোকেন দিল।
সিরিয়াল আসল গেলাম,
কি সমস্যা স্যার?
>সবকিছুই এখানে লিখা আছে, দেখে নিন।
সংক্ষেপে একটু বলেন?
>(একটু ঈংগিত দিয়ে) শিরোনাম টা পরলেই বুজবেন।
আপনার নাম্বারটা?
>ঐটা ও লিখা আছে।
.................
একটু চোখ বুলিয়ে, গেল ভেতরে তার বসের কাছে...
এখানেও ওয়েটিং..... (হা! হা!)
একটু পর এসে,
আপনার ডকোমেন্টটা রেখে দিচ্ছি স্যার।
আমাকেও আরেক কপি ফটোকপি করে সিল ও সিগ্নেচার দিয়ে হাতে ধরিয়ে দিল।
>আচ্ছা, আমি ফিডব্যাক পাব কতদিনের মধ্যে?
স্যার, আমি উপরে পাঠিয়ে দিচ্ছি, তারা আপনার সাথে যোগাযোগ করবে।
> সেটা কতদিন হতে পারে?
(আমাকে কয়েকটি বক্স একে দেখাচ্ছে)
{আমি১ }-> {২ }-> { ৩}-> {৪.মুল} স্যার এটা এভাবে ডেক্স হয়ে হয়ে যাবে, আর আপনি যদি নেট থেকে সাবমিট করেন তবে যাবে এভাবে, {আপনি}-> {সরাসরি মুল}
(চিন্তা করলাম প্রত্যেক ডেক্সে গিয়ে হিট করলেই ভালো, সবাই জানল ও সচেতন হলো।)
>নাহ, এভাবেই যাক। কতদিনে রিপ্লাই পাব?
স্যার এইতো সপ্তাহ দুয়েক...
আমাদের উপরের ইমিডিয়েট বস ছুটিতে আছে, আসবে রবিবার।
>আমি কি করতে পারি?
আপনি অপেক্ষা করতে থাকুন।
>ওকে, আসি
ধন্যবাদ স্যার।
চলে আসলাম , আর অপেক্ষা করতে থাকলাম.....
রিপ্লাই তো আর আসে না....
আবার গেলাম
২ মাস ১৮ দিন ৪ ঘন্টা ৩৫ মিনিট* ৪৯ সেকেন্ড* পর (*প্রায়)
বিশ্ব ভালোবাসা দিবসের বিকেলে.....
একই ভাবে গেলাম, ডকোমেন্ট দেখালাম।
সিগ্নেচার যাচাই করল পাশের জনের সাথে(...ভাইয়া, এটা কি আপনার? >হুম।), এবার ভিতরে গেল...
এসে বলে
স্যার আমাদের কাছে এটার কোন ফিডব্যাক এখনো আসে নি।
>আড়াই মাসেও কোন ফিডব্যাক নেই !!!!! (হতবাক +
আর কত সময় লাগবে?
স্যার হলে এর জন্য আপনাকেই কল দেয়া হবে।
> কত দিন লাগতে পারে/
এটাতো বলা যাচ্ছে না, স্যার। (বোযেন অবস্থা !)
> আমি যে আবার আসলাম, আমার কাগজটাতে আপনিও সই করে দিন?
লাগবে না স্যার, আমি আপনার টোকেন টা জমা দিয়ে দিচ্ছি, উপরে।
কি আর করার, ঠান্ডা মাথায় চলে এলাম।
আবার কত দিন পর কি হয় কে জানে !!!!
ততদিন আমিও অপেক্ষায় থাকি আপনারাও পরের আপডেট এর জন্য অপেক্ষায় থাকেন।
সবাইকে আন্তরিক শুভেচ্ছা রইল, ভালো থাকবেন সবাই।
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




