তোকে ছোঁয়াতো দূর- তোর মুখোমুখি হয়তো
কখনোও দাঁড়ানোও হবে না- এ জীবনে।
তোর ঠিকানা জানি না, তোকে জানি না-
তুই মানুষটা কেমন- জানা হয় নি আদৌ।
জানার উপায়ও নেই, যদি না তুই চাস;
সেটাও অসম্ভবের অনেক ওপরে বসা।
আমাদের মাঝে বড় ব্যবধান- সব ক্ষেত্রেই,
বয়সে তুই বেশ ছোট, সদ্য কৈশোর পেরুনো;
সেখানে আমি যৌবনের শেষ দেখতে পাচ্ছি।
তুই ইংলিশ মিডিয়ামে পড়া শহুরে কন্যা,
আমি ভার্সিটি পাসড বেকার যুবক-স্বপ্নে বাঁচি।
তোর বাবার ব্যবসার অঢেল টাকায় অভ্যস্ত
তুই বিলাসী জীবনে, আর আমি চাকুরে বাবার
বেকার সন্তান- শুধু শালীন থাকার ভাণ করি।
তুই শহুরে মেয়ে বড় আধুনিক চলন-বলন,
আমি মফস্বলের গোড়া ছেলে- তাই তোর
'ড্রেস আপ-গেট আপে' এ মন সায় দেয় না।
আমি জানি বেশ, আমি তোর যোগ্য ম্যাচ না।
তবু ভালোবাসি, যদিও বা না দেখি তোকে
চোখের সমুখে বাস্তবে নারী- ও ভালোলাগা,
যদিও বা তুই না মেনে নিস- আমায় তোর
ভালোবাসা না দিস, তবুও তোরে ভালোবাসি।
না দেখা হোক, আমি তো দেখি রোজ দু'বেলা
তোর ফেসবুকের পাবলিক প্রোফাইলটুকু।
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



