একটু আগে ফেসবুকে একটা পোস্ট দেখলাম একটা মেয়ে তার জিবনের প্রথম পিরিয়ডের ঘটনা তুলে ধরেছে।সেখানে তার বক্তব্য হলো সে অনেক বছর ও পিরিয়ডের যন্ত্রনা সইতে রাজি।কারন তার বাচ্চা যেন সুস্থ হয়।এটা মানলাম।কিন্তু পরবর্তিতে সে লিখেছে এটা নিয়ে যে দাড়ি টুপি ওয়ালা কথা বলবে সে তার গলা টিপতেও রাজি।
.
আর এতে আবাল কতগুলা লোক লিখল: দাড়ি টুপিওয়ালারা বেশি পাকনামি করে।আপু লিখল: ওরা দান্দাল,কার দোহাই দিয়ে এইসব ধান্দাবাজি করছে কে জানে।তারপর আপুর প্রোফাইল দেখলাম দেখি লিখা: আমি উন্মাদ, আমি উন্মাদ!আমি চিনেছি আমারে, আজিকে আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ!!
.
তাহলে বলুন এই আপির ধারা আর কি আশা করতে পারি।তিনি দাড়ি টুপিওয়ালার বিরুদ্ধে বললেন তখন মনে করলাম যাক অসুবিধা নাই।কিন্তু তার প্রোফাইল দেখে বুঝলাম সে মুক্তমনা মানব।সে ধর্মের বাধনে থাকতে চায় না।মুক্ত চিন্তা সবার আছে কিন্তু তাদের সব টপিক কেন দাড়ি টুপিওয়ালা আর ইসলামের দিকে যায়।যেখানে একজন দাড়ি টুপি ছাড়া মানুষ একটা কথা বললে মেনে নিতে পারে কিন্তু একজন দাড়ি টুপিওয়ালারটা না।
.
বলতে বড়ই আফসোস লাগে এইসব মানুষদের কিছু বললেই আপনার আমার মতো মানুষ রাস্তায় নেমে পড়ে আন্দোলনের জন্য।আসলে এখানে কারো দোষ নেই কারন মেয়ে মানুষ বলে কথা,এখন সে পিরিয়ডের কাহিনি লেখুক আর তার প্রথম যৌন অভিজ্ঞতা নিয়ে আপনারা মজা মেরে পড়বেন কিন্তু যদি ওইখানে যদি একটা ছেলে তার প্রথম সপ্নদোষের কথা লিখত তাহলে ছেলেটার মা-বোন আর আস্ত থাকত না।
.
তাই বলছিলাম মেয়ে জাতির জয় হোক।তারা যাই করবে রাইট আর সে যায়গায় কোন ছেলে ওই জিনিসটা করলে তার উপর হাজারো গালির বর্ষন।
.
(অশ্লীল ভাষা ব্যবহার করার জন্য আমি ক্ষমা প্রার্থী)
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




